For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোলাপি বলে ইডেনে দিন রাতের টেস্ট: পিচ তৈরি জানিয়ে দিলেন কিউরেটর

দরজায় কড়া নাড়ছে ইডেন টেস্ট। শহর জুড়ে এখন টিকিটের হাহাকার! একটা টিকিট হবে, শহরের ক্রিকেটপিপাসুদের মুখে মুখে এখন এই এক আর্জি!

  • |
Google Oneindia Bengali News

দরজায় কড়া নাড়ছে ইডেন টেস্ট। শহর জুড়ে এখন টিকিটের হাহাকার! একটা টিকিট হবে, শহরের ক্রিকেটপিপাসুদের মুখে মুখে এখন এই এক আর্জি! ২২ নভেম্বর কলতাকায় ক্রিকেটের নন্দনকাননে বসতে চলেছে গোলাপি বলে ভারত বাংলাদেশ দিন রাতের হাইভোল্টেজ টেস্ট। যা নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ উর্ধ্বমুখী। মাঠে বড় গড়ানোর আগে বাইরের এই উত্তাপের আন্দাজ পাওয়া যাচ্ছে ময়দান চত্বরে। অন্যদিকে এবার ঐতিহাসিক ম্যাচের জন্য পিচ তৈরির কাজ সম্পূর্ণ হল।

গোলাপি বলে ইডেনে দিন রাতের টেস্ট: পিচ তৈরি জানিয়ে দিলেন কিউরেটর

গত সপ্তাহে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়ার পর কলকাতায় ভারী বৃষ্টি হয়। সেকারণে ইডেনের পিচ দিন দুয়েক সম্পূর্ণ কভারে ঢাকা ছিল। এরপর পিচ শুকতেও সময় লাগে।

ইডেনের পিচ কিউরেটর সূজন মুখোপাধ্যায় বলেন, 'বুলবুলের ধাক্কায় বৃষ্টির কারণে পিচ তৈরির সময় বৃষ্টি একটা বাধা হয়েছিল। তবে এখন পিচ ম্যাচের জন্য় পুরোপুরি তৈরি। দিন রাতের ঐতিহাসিক টেস্টের জন্য আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ইডেন এসে উপভোগ্য ম্যাচ দেখবেন দর্শকরা। এবার শুধু বল গড়ানোর অপেক্ষা।'

পিচ কিউরেটর সুজনবাবু আরও জুড়েছেন, 'মূল ম্যাচের আগে এই পিচে একটা ট্রায়াল দেখতে চেয়েছিলাম। সেই মতো পরিকল্পনাও হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় আর বৃষ্টির কারণে সেটা সম্ভব হল না। আশা করছি, বোলার-ব্যাটসম্যান সবাই এই পিচে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে। তবে বোলারদের জন্য় বাড়তি বাউন্স থাকছে।'

অন্য দিকে ইডেন টেস্টের মহার্ঘ্য টিকিট নিয়ে এখন হাহাকার অবস্থা। বিসিসিআই প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচের প্রথম তিন দিন মাঠ হাউসফুল হতে চলেছে। প্রথম তিন দিনের সমস্ত টিকিট ইতিমধ্যেই সোল্ড আউট। টেস্ট ক্রিকেট ঘিরে ভারতের মাটিতে দীর্ঘদিন পর এমন উন্মাদনার ছবি ধরা পড়ল।

English summary
India vs Bangladesh day-night test at eden: Pitch ready says Eden curator
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X