For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম বাংলাদেশ ইন্দোর টেস্ট: ১১ নয়! ৯ জনে খেলতে নামবে বাংলাদেশ, কেন এমন মন্তব্য!

টি-টোয়েন্টির পর এবার ইন্দো-বঙ্গ টেস্ট যুদ্ধ। বৃহস্পতিবার থেকে ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

  • |
Google Oneindia Bengali News

টি-টোয়েন্টির পর এবার ইন্দো-বঙ্গ টেস্ট যুদ্ধ। বৃহস্পতিবার থেকে ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। মাঠে বল গড়ানোর আগে নির্বাসনের কারণে শাকিব আল হাসানের অনুপস্থিতির কারণে নিজেদের আন্ডারডগ বলছেন বাংলাদেশের নয়া টেস্ট অধিনায়ক মমিনউল হক।

কী বললেন বঙ্গ অধিনায়ক

কী বললেন বঙ্গ অধিনায়ক

বাংলাদেশের অধিনায়ক বলেন 'টেস্ট সিরিজে শাকিবের মতো দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ও সেরা অলরাউন্ডারের না থাকাটা বড় ক্ষতি। ১১ নয়,শাকিব না থাকায় আমরা ৯ জনে লড়াইয়ে নামব বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলা আমাদের কাছে চ্যালেঞ্জিং! '

দলের কাছে এখন যোগ্যতা প্রমাণের সেরা সুযোগ

দলের কাছে এখন যোগ্যতা প্রমাণের সেরা সুযোগ

সেই সঙ্গে মমিনউল জানিয়েছেন, 'ক্রিকেটার থেকে অধিনায়ক হওয়াটা আমার কাছে বড় সুযোগ। সেই সঙ্গে দলের কাছেও নিজেদের যোগ্যতা প্রমাণ দেওয়ার ম্যাচ। চলতি বছরে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর এই প্রথম কোনও টেস্ট ম্যাচে নামে নামছে বাংলাদেশ। মমিনউল বলেছেন, 'ভারতের বিরুদ্ধে ম্যাচে ভালো ফল করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরুর স্বপ্ন দেখছি।'

টি-টোয়েন্টি শাকিবের অভাব বুঝতে দেয়নি বাংলাদেশ

টি-টোয়েন্টি শাকিবের অভাব বুঝতে দেয়নি বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ অবশ্য শাকিবের অভাব একবারের জন্য বুঝতে দেয়নি।তিন ম্যাচের সিরিজে ভারতকে চাপে রাখে বাংলাদেশ। শেষ ম্যাচে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা নার্ভ ফেল না করলে হয়ত সিরিজ জিতে ইতিহাস লিখে ফেলত পারত মাহমুদুল্লাহ অ্যান্ড কোম্পানি। এছাড়া দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে কুড়ি-বিশের ক্রিকেট যুদ্ধের ইতিহাসে প্রথমবার ভারতকে হারায় বাংলাদেশ। এরপর অবশ্য দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হেরে ১-২ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।

English summary
India vs Bangladesh indore test: Ban captain Mominul Haque says shakib's absence like losing two players
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X