For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিঙ্ক বল টেস্ট : সওয়া দুই দিনে বাংলাদেশকে হার থেকে বাঁচাতে লড়ছেন মুশফিকুর

  • |
Google Oneindia Bengali News

ইডেনে পিঙ্ক বল টেস্ট উপলক্ষে চারদিনের টিকিট ইতিমধ্যে নিঃশেষিত। গ্যালারি ফুল হাউস চার দিনের জন্যই। তবে ম্যাচ সওয়া দুই দিনের বেশি কি গড়াবে এর উত্তর একমাত্র বোধহয় দিতে পারেন বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দলকে সওয়া দুই দিনের হারের লজ্জা থেকে একমাত্র বাঁচাতে পারেন তিনি। একমাত্র তিনিই প্রতিরোধ গড়ে তুলেছেন বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে ভারতীয় বোলারদের বিরুদ্ধে।

বাংলাদেশকে হার থেকে বাঁচাতে লড়ছেন মুশফিকুর

বাকি প্রথম ইনিংসে যে চিত্রনাট্যের ছিল দ্বিতীয় ইনিংসেও সেই একই চিত্রনাট্য অনুসরণ করল বাংলাদেশি ব্যাটসম্যানরা। ভারতীয় বোলারদের সামনে রীতিমতো অসহায় লাগছিল ইমরুল কায়েস, মমিনুল হকদের।

ভারত তৃতীয় দিনের প্রথম এক ঘণ্টার মধ্যেই হয়তো ম্যাচটি জিতে যেতে পারে। যদি তা না হয় তাহলে একমাত্র তা হতে পারে মুশফিকুর রহিমের কারণেই। কারণ দিনের শেষে তিনি ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। তাঁকে সাহায্য করছিলেন মাহমুদুল্লাহ রিয়াধ। তবে ৩৯ রানের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে অবসৃত হয়ে চলে গিয়েছেন তিনি। সব মিলিয়ে বাংলাদেশ ৬ উইকেটে ১৫২।

ভারত আগেরদিন যেখান থেকে শেষ করেছিল, ঠিক সেখানেই ফের শুরু করে। সৌজন্যে অধিনায়ক বিরাট কোহলি। ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে ২৭ তম টেস্ট শতরান পূর্ণ করেন তিনি। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০তম শতরান করে ফেললেন বিরাট। এছাড়াও আরও বেশ কয়েকটি ব্যক্তিগত মাইলস্টোন তিনি টপকেয়েছেন এদিন।

তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে অজিঙ্ক রাহানে ৫১ রানের সুন্দর ইনিংস খেলেন। তবে লোয়ার মিডল অর্ডার সেভাবে দাঁড়াতে না পারায় ভারত পরপর অনেকগুলো উইকেট হারিয়ে ফেলে শেষদিকে। একসময় ২৮৯ রানের মাথায় পঞ্চম উইকেট পড়েছিল। এরপরে ৩০৮ রানের মাথায় ষষ্ঠ উইকেট পড়ে। আউট হন বিরাট কোহলি। তারপর পরপর তিনটি উইকেট পড়ে যায়। শেষ অবধি ভারত ৩৪৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার দেয়।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই সাদমান ইসলামের উইকেট হারায়। প্রথম ওভারেই ইশান্ত শর্মা তাঁকে এলবিডব্লিউ আউট করেন। এরপরে ইমরুল কায়েস ও মুমিনুল হকও শূন্য রানে ফিরে যান। মিঠুন করেন মাত্র ৬ রান।

মাত্র ১৩ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেখান থেকে ইনিংসের হাল ধরেন মুশফিকুর রহিম। মহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে থাকেন। মাঝে মাহমুদুল্লাহ অবসৃত হয়ে যাওয়ার পরে কিছুটা পার্টনারশিপ গড়েন মেহেদি হাসানের সঙ্গে। মেহেদি ১৫ রানে ফিরে যাওয়ার পর দিনের ষষ্ঠ উইকেট পড়ে একেবারে খেলার শেষ মুহূর্তে। ১১ রানে আউট হয়ে যান তাইজুল ইসলাম।

সব মিলিয়ে বাংলাদেশ এখনও ৮৯ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে মাত্র চারটি উইকেট। যা অবস্থা তাতে তৃতীয় দিনের প্রথম সেশনেই খেলা শেষ হয়ে যাবে। বাংলাদেশে ফের একটা বড় হারের সম্মুখীন হতে চলেছে। আর ভারত আরও একবার বড় ব্যবধানে জয় পেয়ে আইসিসি ক্রমতালিকায় পয়েন্ট আরও বাড়িয়ে নিতে চলেছে।

English summary
India vs Bangladesh Pink ball test 2nd day full updates in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X