For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ টেস্টে টসে জিতে ব্য়াট করছে ইংল্যান্ড, অভিষেক হল হনুমা বিহারীর

ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্টে ভারতের হয়ে অভিষেক ঘটালেন হনুমা বিহারী। কুক-জেনিংস ইংল্যান্ডকে একটি ভাল শুরু দিয়েছেন।
 

Google Oneindia Bengali News

শুরু হয়ে গেল ভারত বনাম ইংল্য়ান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। টসে জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংরেজ ক্যাপ্টেন জো রুট। ইংল্যান্ডের প্রথম একাদশ অপরিবরর্তিত থাকলেও ভারতীয় দলে দু-দুটি পরিবর্তন হয়েছে। হার্দিক পান্ড্যর জায়গা দলে অভিষেক ঘটিয়েছেন হনুমা বিহারী ও চোট পাওয়া অশ্বিনে জায়গায় এসেছেন রবীন্দ্র জাদেজা।

শেষ টেস্টে অভিষেক হল হনুমা বিহারীর

ইংল্যান্ড সিরিজে দলে ৫ ব্যাটসম্যান নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই স্ট্র্যাটেজি খাটেনি। বিশেষজ্ঞদের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন কোচ রবি শাস্ত্রী। এই পরিস্থিতিতে শেষ টেস্টে এসে বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ড্যকে খেলানোর মোহভঙ্গ হল টিম ম্যানেজমেন্টের।

হার্দিকের বদলে দলে নেওয়া হল শেষ দুটি টেস্টের জন্য় দলে ডাক পাওয়া হনুমা বিহারীকে। ২৯২তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হল তাঁর। তবে দলের ব্যার্থতার জন্য সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছিল ওপেনিং ব্যাটসম্যানদের ব্যর্থতাকে। সেই জন্য়ই কে এল রাহুলের বদলে পথ্বী শকে খেলানো হবে এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত রাহুলকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Proud moment for Hanuma Vihari as he becomes the 292nd player to represent <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> in Tests.<a href="https://twitter.com/hashtag/ENGvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#ENGvIND</a> <a href="https://t.co/M5qh0Y54E0">pic.twitter.com/M5qh0Y54E0</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1037991423986081799?ref_src=twsrc%5Etfw">September 7, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

নটিংহামের তৃতীয় টেস্টেই কুঁচকিতে চোট পেয়েছিলেন অশ্বিন। ফলে সাউদাম্পটন টেস্টে সেই চোট আরও বাড়ে। ফলে ওভালে খেলার মতো অবস্থায় আসতে পারেননি তিনি। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।

ওভালের পিচে কিন্তু ভালই ঘাস আছে। তাই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাছাতে চাইবে দুই দলই। কিন্তু ইংল্যান্ড টসে জিতেও নিজেরাই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। জাবনের শেষ টেস্টে কিটন জেনিংসের সঙ্গে ব্যাট করতে নেমেছেন অ্যালিস্টার কুক।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Here's our Playing XI for the game.<a href="https://twitter.com/hashtag/ENGvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#ENGvIND</a> <a href="https://t.co/AmDSpS2Tyw">pic.twitter.com/AmDSpS2Tyw</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1037997136661676032?ref_src=twsrc%5Etfw">September 7, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

কুককে মাঠে নামার সময় ভারতীয় দল গার্ড অব অনার দেয়। কিন্তু খেলা শুরু হওয়ার পর আর ছাড় দেওয়া হচ্ছে না তাঁকে। ভারতের হয়ে দুপ্রান্ত থেকে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরা ও ইশান্ত শর্মা। প্রথম একঘন্টা সফলভাবেই ভারতীয় বোলিং আক্রমণ সামলে দিয়েছেন ইংরেজ ব্যাটসম্য়ানরা। ১২ ওভারে একটিও উইকেট না হারিয়ে তারা ২৭ রান তুলেছে। ক্রিজে আছেন কুক (১৭) ও জেনিংস (৮)।

ভারতের প্রথম একাদশ - শিখর ধাওয়ান, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রিত বুমরা।

ইংল্যান্ডের প্রথম একাদশ - অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, মঈন আলি, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, জস বাটলার, স্যাম কুরান, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

English summary
Middle-order batsman Hanuma Vihari has debuted for India in the 5th test of India vs England series. Cook-Jennings have given England a promising start.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X