For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ড সফরে ভারতের দুর্বল পারফরম্যান্স, কী বলছে প্রশাসক কমিটি

টিম ম্যানেজার রিপোর্ট জমা দেওয়ার পর প্রশাসনিক কমিটি ভারতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনা করবে।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডে ভারতীয় দলের পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নয় ক্রিকেট প্রশাসনিক কমিটি। কমিটির চেয়ারম্যান বিনোদ রাই জানিয়েছেন সফর থেকে ফিরে টিম ম্য়ানেজার রিপোর্ট দিলে তা খতিয়ে দেখা হবে। বোঝার চেষ্টা করা হবে, ঠিক কী কারণে এরকম ব্যর্থ হল ভারতীয় ক্রিকেট দল।

ইংল্যান্ড সফরে ভারতের দুর্বল পারফরম্যান্স, কী বলছে প্রশাসক কমিটি

প্রশাসনিক কিমিটির চেয়ারম্যান বলেছেন,'এটা কোনও বাড়তি পদক্ষেপ নয়, সবসময়ই দলের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। দলের ম্যানেজার তাঁর প্রতিবেদন জমা দিলেই তা খতিয়ে দেখা হবে।'

ইংল্যান্ডের কাছে সিরিজ খোয়ানোর পরই দলের পারফরম্যান্স নিয়ে কথা উঠে গিয়েছে। টেস্ট সিরিজে কোনও কোনও সেশনে ভারতীয় দলের প্রাধান্য ছিল ঠিকই। কিন্তু ব্যাটসম্যানরা অধিকাংশই ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। বোলাররা ভাল খেললেও, অনেকবারই ইংরেজ টেলএন্ডারদের দ্রুত ফেরাতে ব্যর্থ হয়েছে। যার সুযোগে খেলা ফিরে এসেছে ইংল্যান্ড।

ভারত আপাতত ৩-১ ফলে টেস্ট সিরিজে পিছিয়ে আছে। জেতার আর কোনও সুযোগ নেই। এজবাস্টনের প্রথম টেস্টে ভারত চতুর্থ ইনিংসে ১৯৪ রান তাড়া করতে গিয়ে ৩১ রানে হেরে গিয়েছিল। লর্ডসে তো ইনিংস ও ১৫৯ রানের বিশাল পরাজয় হজম করতে হয়। নটিংহাম টেস্টে ২০৩ রানে জয় পেয়ে সিরিজে ফিরেছিল ভারত।

প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট ভক্তরা এরপর সাউদাম্পটনের চতুর্থ
টেস্টে ভারতীয় দলের কাছ থেকে ভাল কিছু আশা করেছিলেন। প্রথম ইনিংসে সামান্য রানে হলেও এগিয়ে গিয়ে তা আরও উসকে দিয়েছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংরেজ টেল এন্ডাররা তাদের ইনিংস অনেকদূর টেনে নিয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ২৪৪ রানের। তাড়া করতে নেমে একসময় ভারত ৩ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে ফেলেছিল। কিন্তু সেখান থেকে মাত্র ১৮৪ রানেই অলআউট হয়ে যায়। ৬০ রানে ম্যাচ হেরে সিরিজ খোয়ায় ভারত।

বর্তমানে ওভালে পঞ্চম টেস্টের খেলা চলছে। সেখানেও চিত্রটা পাল্টায়নি। টপ ও মিডল অর্ডার ব্যাটসম্য়ানদের প্যাভিলিয়নে ফেরত পাঠানোর পরও লোয়ার অর্ডারকে দ্রুত না ফেরাতে পারায় ইংল্যান্ড ৩৩২ রান তুলে ফেলে প্রথম ইনিংসে। জবাবে ভারত ২৯২ রানে অলআউট হয়ে যায়। এখনও ইংল্যান্ডই এগিয়ে আছে।

English summary
Committee of Administrators Will Review India team's performance after team manager submits report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X