For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় দিনের খেলা শেষে অ্যাডভান্টেজ ইন্ডিয়া, লড়াইয়ে ফেরার ইঙ্গিত ইংল্যান্ডের

তৃতীয় টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে গেলেও ইংল্যান্ড তৈরি লড়াইয়ে ফিরে আসতে।

Google Oneindia Bengali News

শেষ হল ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিনের খেলা। তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৯ ওভারে ২৩/০। ইংল্যান্ডের হয়ে ১৩ রান করে ক্রিজে রয়েছেন কেটন জেনিংস। ৯ রান করে অপরাজিত রয়েছেন অ্যালেস্টার কুক।

তৃতীয় দিনের খেলা শেষে অ্যাডভান্টেজ ইন্ডিয়া, লড়াইয়ে ফেরার ইঙ্গিত ইংল্যান্ডের

তৃতীয় দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা মাত্র নয় ওভার খেললেও এই নয় ওভারেই একটি উইকেট তুলে নেওয়ার জন্য বোলিংয়েও পরিবর্তন করে ভারত। ৯ ওভারে তিন বোলারের ব্যবহার করেন বিরাট কোহলি।
গত দু'টি টেস্টে গোটা ইংল্যান্ড দল দাপট দেখিয়ে জিতলেও, এই টেস্টে একেবারেই দাপট দেখাতে পারেনি জো রুটের দল। বরং এই টেস্টে ফাইট ব্যাক করে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে বড় রানের লিড নেওয়ার পর সেই লিডকে ৫০০ রানের বেশি নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। ইংল্যান্ডের সামনে তৃতীয় টেস্ট জয়ের জন্য ৫২১ রানের টার্গেট রাখে টিম ইন্ডিয়া।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে ভারত। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে অসাধারণ পারফর্ম করেন অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক বিরাট একাই করেন ১০৩ রান। বিরাটকে যোগ্য সঙ্গত দেন চেতেশ্বর পূজারা। ৭২ রানে প্যাভিলিয়নে ফেরেন পূজারা। শেষের দিকে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া।
এই তিন ব্যাটসম্যান ছাড়াও রান পান শিখর ধবন (৪৪), লোকেশ রাহুল (৩৬)। প্রথম ইনিংসের মতো সফল না হলেও ২৯ রান করেন অজিঙ্ক রাহানে।

ইংল্যান্ডের হয়ে ভাল বল করেন আদিল রশিদ। তিনিই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট নেন। ২৭ ওভারে ২টি মেডেন সহ ১০১ রান খরচ করে এই তিন রান নেন রশিদ।

রশিদ ছাড়া দু'টি উইকেট নেন বেন স্টোকস। একটি করে শিকার জেমস অ্যান্ডারসন এবং ক্রিস ওকসের।

এই টেস্টে বেশ কিছুটা চাপে থাকলেও, কোনও ভাবেই পিছিয়ে রাখা যাবে না ইংল্যান্ডকে। লড়াইয়ে ফিরে আসার যাবতীয় রসদ মজুত রয়েছে এই দলে। বেশ কয়েকটি টেস্টে কিংবদন্তি ক্রিকেটার অ্যালেস্টার কুক রান না পেলেও, ইংল্যান্ডের অন্যতম বড় স্তম্ভ তিনি। টেস্টে ১২ হাজারের অধিক রান রয়েছে কুকের ঝুলিতে। ফলে কুকের ব্যাট কথা বললে চাপে পারতেই পারে ভারত। এ ছাড়া ইংল্যান্ডের ইনিংসকে সঠিক পথে পরিচালনা করার জন্য অভিজ্ঞ ক্রিকেটারেরও অভাব নেই এই দলে। ভারত এই পরিস্থিতিতে অ্যাডভান্টেজে থাকলেও একেবারেই হেলা ফেলা করে উড়িয়ে দেওয়া যাবে না ইংল্যান্ডকে।

English summary
Though India took the control but England is ready to fight back in third test.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X