For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লড়াই স্টোকস, বেয়ারস্টোর, চা পানের বিরতিতে ইংল্যান্ড ১৫২/৫

অধিনায়ক রুটকে তাড়াতাড়ি ফেরালেও সপ্তম উইকেটে ক্রমেই ক্রিজে জমাট বাঁধার সম্ভাবনা দেখাচ্ছেন বেন স্টোকস ও জস বাটলার।

  • |
Google Oneindia Bengali News

অধিনায়ক রুটকে তাড়াতাড়ি ফেরালেও সপ্তম উইকেটে ক্রমেই ক্রিজে জমাট বাঁধার সম্ভাবনা দেখাচ্ছেন বেন স্টোকস ও জস বাটলার। স্টোকস ২০ ও বাটলার ২২ রানে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিন চা পানের বিরতিতে ইংল্যান্ড ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে। লিড ১২৫ রানের।

লড়াই স্টোকস, বেয়ারস্টোর, চা পানের বিরতিতে ইংল্যান্ড ১৫২/৫

এদিনের মধ্যে ইংল্যান্ডকে গুটিয়ে দিতে পারলে ২২৫ রান অবধি তাড়া করা ততোধিক চাপের হবে না। তবে চতুর্থ ইনিংসে পিচ আরও ভাঙবে। প্রথম ইনিংসের মতো মইন আলির স্পিন ঘাতক হয়ে উঠতে পারে। এখন দেখার কত তাড়াতাড়ি ইংল্যান্ডকে গুটিয়ে ভারত ব্যাটিংয়ে নামতে পারে।

মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ৯২/৩ অবস্থায় ছিল। সেখান থেকে রুট ৪৮ রান করে ফিরে যান। তার আগে অ্যালিস্টেয়ার কুক ১২ রানে, কিটন জেনিংস ৩৬ রানে ও মইন আলি ৯ রানে আউট হন।

চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৪৬ রানে আউট হওয়ার পরে ভারত ২৭৩ রানে অল আউট হয়। চেতেশ্বর পূজারা অনবদ্য ১৩২ রান করেন।

English summary
India vs England : Joe Root departs on 48, England post 152 for 5 till tea break
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X