For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টির কারণে লর্ডসে পিছিয়ে গেল টস, আশঙ্কার কালোমেঘ সমর্থকদের মনে

বৃষ্টি কারণে পিছিয়ে গেল লর্ডস টেস্টের টস। তবে, গ্রাউন্ডসম্যানেরা আশাবাদী বৃষ্টি থাকার ৩০ মিনিটের মধ্যে খেলা শুরু হওয়ার বিষয়ে।

Google Oneindia Bengali News

বৃষ্টির কারণে পিছিয়ে গেল ইংল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় টেস্টের খেলা। বৃষ্টির কারণে পিছিয়ে গিয়েছে লর্ডসে হতে চলা দ্বিতীয় টেস্টের টসও।

বৃষ্টির কারণে লর্ডসে পিছিয়ে গেল টস, আশঙ্কার কালোমেঘ সমর্থকদের মনে

এদিন খেলা শুরুর আগে থেকেই শুরু হয় বৃষ্টি। ফোঁটা ফোঁটা বৃষ্টি চললেও পড়ে তা বেশ বড় আকার ধারন করে। টসের জন্য নির্ধারিত সময়ের এক ঘন্টা পেড়িয়ে গেলেও এখনও খেলা শুরু হওয়ার কোনও সম্ভবনাই নেই। গতি কিছুটা কমলেও এখনও চলছে বৃষ্টি। এখনও ঢাকা রয়েছে মাঠ।

তবে, আশা করা যায় বৃষ্টি বন্ধ হওয়ার ৩০ মিনিটের মধ্যেই টসে করে খেলা শুরু হয়ে যাবে লর্ডসে। কারণ লর্ডসের নিকাশী ব্যবস্থা বেশ অন্যতম সেরা। বিশ্ব ক্রিকেটে যতগুলি স্টেডিয়ামে খেলা হয়, তার মধ্যে নিকাশী ব্যবস্থা সবহ থেকে উন্নত লর্ডসের। ফলে প্রথম দিনের খেলা ভেস্তে যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই টেস্টে খেলা দেখতে আসা সমর্থকেরা রয়েছে ঘোর সংশয়ে। অনেকেই মনে করছেন লন্ডনের যা আবহাওয়া, তাতে ভেস্তেও যেতে পারে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। যদিও সেই সম্ভবনা খুব বেশি বলে মনে করছেন না লর্ডসের গ্রাউন্ডসম্যানরা।

লর্ডসে কোনও টেস্টে বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল আজ থেকে ১৭ বছর আগে। ২০০১ সালের মে মাসে, এই বৃষ্টির কারণে পাকিস্তানের বিরুদ্ধে শেষ বার ভেস্তে গিযেছিল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা।

English summary
Toss delayed due to rain at Lords. But grounds men hope that the game can start within 30 minutes after the drizzle stop.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X