For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশ্বিন, শামির দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনই এগিয়ে ভারত

  • |
Google Oneindia Bengali News

এজবাস্টনে প্রথম টেস্টের প্রথম দিন স্পিন-পেস জোড়া আক্রমণেই প্রথম দিনে কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে ভারত। টসে জিতে ইংল্যান্ড ব্যাট করতে নেমে শুরুতেই অ্যালেস্টেয়ার কুকের উইকেট হারায়। কুক ১৩ রানে ফেরেন। তারপরে জেনিংস ও রুট ইনিংস ধরেন। জেনিংস ৪২ ও রুট ৮০ রান করেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনই এগিয়ে ভারত

একটা সময়ে মনে হচ্ছিল ইংল্যান্ড অনেক বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে। তবে মহম্মদ শামি জেনিংসকে ফিরিয়ে পাল্টা ধাক্কা দেন। কুক আগেই ফিরে যান অশ্বিনের স্পিনে। তারপরে মালানকেও ফেরান শামি। এরপরে রুটকে রান আউট করেন বিরাট কোহলি।

মিডল অর্ডারে জনি বেয়ারস্টো ৭০ রান করে উমেশ যাদবের বলে বোল্ড হয়ে ফেরেন। বেন স্টোকসকে (২১) ও জস বাটলারকে (০) ফেরান অশ্বিন। সবমিলিয়ে ইংল্যান্ড ৭৬ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান তুলেছে।

এদিন ভারতের হয়ে বিরাট কোহলির নেতৃত্বে যে একাদশ মাঠে নামে তাতে নাম ছিল না চেতেশ্বর পূজারার। খেলানো হয়নি কুলদীপ যাদবকেও।

ভারতের প্রথম একাদশে রয়েছেন - বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মুরলী বিজয়, কেএল রাহুল, অজিঙ্ক রাহানে, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রণ অশ্বিন, মহম্মদ শামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

English summary
India vs England : Team India is in advantage after Shami-Ashwin gets quick wickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X