For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনি ধামাকা কাজে এল না, ক্লাসেন বিস্ফোরণে দ্বিতীয় টি২০ পকেটে পুরল প্রোটিয়ারা, পড়ুন ম্যাচ রিপোর্ট

দ্বিতীয় টি২০ ম্যাচে হেনরিক ক্লাসেন (৬৯ রান) ও অধিনায়ক জো পল ডুমিনির (অপরাজিত ৬৪ রান) অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা।

  • |
Google Oneindia Bengali News

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কের মাঠে ইতিহাস তৈরি হতে গিয়েও হল না। দ্বিতীয় টি২০ ম্যাচে হেনরিক ক্লাসেন (৬৯ রান) ও অধিনায়ক জো পল ডুমিনির (অপরাজিত ৬৪ রান) অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা। শেষ ম্যাচে ১৮৮ রান তাড়া করে ৬ উইকেটে জয় পেল প্রোটিয়ারা। ১৮.৪ ওভারেই জের জন্য প্রয়জনীয় রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। সিরিজ আপাতত ১-১। কেপটাউনে শেষ ম্যাচে সিরিজের ফয়সালা হবে।

ক্লাসেন বিস্ফোরণে দ্বিতীয় টি২০ পকেটে পুরল প্রোটিয়ারা

এদিন বৃষ্টির জন্য কিছুক্ষণ খেলা শুরু হতে দেরি হয়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। প্রথম বলেই শূন্য রানে জুনিয়র ডালার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রোহিত।

দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান ও সুরেশ রায়না পাল্টা আক্রমণ করেন। তবে চার ওভারে বোর্ডে ৪০ রান উঠতে না উঠতেই ধাওয়ান ১৪ বলে ২৪ রান করে ফেরেন। কোহলিও মাত্র ১ রান করে ডালার বলেই আউট হন।

তারপরে রায়নাও ভালো শুরু করেও ৩০ রান করে ফেরেন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভালো শুরু করেও পরপর উইকেট হারিয়ে রান তোলার গতি কিছুটা থমকে যায়।

ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি

একসময়ে ৯০ রানে ৪ উইকেট পড়ার পরে ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। মনীশ পাণ্ডে ততক্ষণে ক্রিজে জমে গিয়েছেন। ধোনিকে সঙ্গে নিয়ে ইনিংসকে টানতে থাকেন। আগের ম্যাচে পাণ্ডের স্লো ব্যাটিং নিয়ে কথা হয়েছিল। এদিন টি২০-র ধাঁচে ব্যাটিং করেই সমালোচকদের মুখের উপরে জবাব দিলেন তিনি।

মনীশ পাণ্ডে ৪৮ বলে অনবদ্য ৭৯ রান করে অপরাজিত থাকেন। পাশাপাশি শেষ ওভারে ১৮ রান নিয়ে দলকে ১৮৮ রানের বিশাল স্কোরে পৌঁছে দেন ধোনি। পাশাপাশি মাত্র ২৮ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়ারাও শুরুটা খারাপ করেনি। জে স্মাটস ২ রানে আউট হলেও রান তোলার গতি কমাননি হেনড্রিক্স (২৬ রান) ও ডুমিনি। হেনড্রিক্স আউট হলে ক্লাসেনকে মিলারের আগে নামানো হয়। আর ক্লাসেন এসেই ম্যাচ ঘুরিয়ে দেন।

মাত্র ৩০ বলে ৬৯ রান করে যান ক্লাসেন। ডুমিনি অধিনায়কোচিত ইনিংস খেলে ৪০ বলে ৬৪ রানে অপরাজিত থেকে দলকে দ্বিতীয় টি২০তে জয় এনে দেন। শেষদিকে মিলার মাত্র ৫ রান করে ব্যর্থ হলেও বেহারডিন ১০ বলে ১৬ রান করে ডুমিনির সঙ্গে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

English summary
India vs South Africa 2nd T20 at Centurion, Henrich Klassen's knock push Proteas level series 1-1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X