For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলোর অভাবে প্রথম দিনের খেলা শেষ, শুরুর ধাক্কা সামলে বড় রানের পথে ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে কাগিসো রাবাদার বোলিংয়ে ধাক্কা খেয়েও বড় রানের দিকে এগোচ্ছে ভারত। সৌজন্যে রোহিত শর্মা। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন অজিঙ্ক রাহানে।

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে কাগিসো রাবাদার বোলিংয়ে ধাক্কা খেয়েও বড় রানের দিকে এগোচ্ছে ভারত। সৌজন্যে রোহিত শর্মা। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন অজিঙ্ক রাহানে। আলো কম থাকায় প্রথম দিনের খেলা ৫৮ ওভার পরেই শেষের গোষণা করেন আম্পায়াররা। তার আগে ভারতের স্কোরকার্ডে উঠে গেছে ২২৪ রান। উইকেট প্রথম সেশনে পরা সেই তিনটি। দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতীয় রান রেট প্রায় ৪ ছুঁই ছুঁই। তবে সকালে চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। সিরিজের তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে শুরুটা ভালো হয়নি ভারতের। রাঁচিতে লাঞ্চের আগেই তিন উইকেট খুইয়ে ব্যাকফুটে চলে যায় শাস্ত্রীর ছাত্ররা। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে ভারতের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ৭১ রান। ততক্ষণে প্যাভিলিয়নে একে একে ফিরে গেছেন মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, ও বিরাট কোহলি। সেখান থেকে হাল ধরেন রোহিত শর্মা ও রাহানে।

শুরুর ধাক্কা সামলে বড় রানের পথে ভারত

৯ ওভারের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারাকে তুলে নিয়েছিলেন রাবাদা। অধিনায়ক বিরাট কোহলিও (১২) বেশিক্ষণ থাকতে পারেননি। এরপর অজিঙ্ক রাহানের সঙ্গে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১৮৫ রানের জুটি গড়ে শুধু বিপর্যয় সামাল দেননি, ভারতকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। ৪ ছক্কা ও ১৪ চারে ১৬৪ বলে ১১৪ রান নিয়ে উইকেটে আছেন রোহিত। অন্য প্রান্তে ৮৩ রানে অপরাজিত রাহানে।

রাঁচি টেস্টে দ্বিতীয় সেশনে রোহিতের সেঞ্চুরির মুহূর্তটি অনেকেরই চোখে লেগে থাকবে। রোহিত শর্মা তখন ৯৫ রানে ব্যাট করছিলেন। সেই সময় অফ স্পিনার ডেন পিটের বলে লং অফের ছক্কা মারেন হিটম্যান। এদিকে, প্রোটিয়াদের ডানহাতি অফ স্পিনার ডেন পিট এখন থেকে রোহিতকে রাতের ঘুমে দুঃস্বপ্নের মধ্যে দেখতে পারেন। এক টেস্ট সিরিজে কোনও ব্যাটসম্যানের কাছে সর্বোচ্চ ছক্কার মার খাওয়ার রেকর্ডটি হজম করতে হয়েছে পিটকে। তিন ম্যাচের এই সিরিজে শুধু পিটকেই এখনও পর্যন্ত ১১ ছক্কা মেরেছেন রোহিত। এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের। ২০০৫ সালে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে এক সিরিজে ৮ ছক্কা মেরেছিলেন গিলি। এক সিরিজে সর্বোচ্চ ১৭ (এখন পর্যন্ত) ছক্কা মারার রেকর্ডও এখন রোহিতের। এবারের পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কাও তাঁর। টপকে গেছেন বেন স্টোকসের ১৫ ছক্কাকে।

আর ওপেনার হিসেবে যাত্রা শুরু করেই যেন পুনর্জন্ম ঘটেছে রোহিতের। এই এক সিরিজেই তুলে নিলেন তৃতীয় সেঞ্চুরি। এক সিরিজে ন্যূনতম তিনটি সেঞ্চুরি তুলে নেওয়া দ্বিতীয় ভারতীয় ওপেনার এখন রোহিত। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে তিনটি আলাদা সিরিজে এমন কীর্তি রয়েছে সুনীল গাভাসকারের।

এদিকে টস ভাগ্য মোটেই ভালো যাচ্ছে না প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসির। ভাগ্য ফেরাতে টসের সময় টেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ঢুকেছিলেন মাঠে। তাতেও বিপর্যয় এড়ানো যায়নি। টেস্টে প্রতিপক্ষের মাঠে সপ্তমবারের মতো টস হার দেখতে হয়েছে ফাফকে। তবে প্রথম সেশনে কাগিসো রাবাদার দুর্দান্ত শুরুতে হয়তো টস হারের দুঃখ ভুলে গিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। তবে দুঃস্বপ্ন হয়ে ফের দুপ্লেসিদের তাড়া করতে ফিরে আসে রোহিতে ব্যাট।

English summary
india vs south africa, Bad Light ends day's play in Ranchi, India enroute to big score courtesy rohit sharma's century
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X