For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা : ফের অপ্রতিরোধ্য রোহিত, সেঞ্চুরি হিটম্যানের

রাঁচিতে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের তৃতীয় টেস্টের দ্বিতীয় সেশনেই পৌঁছে গেলেন দূরন্ত এক শতরানে। ১৩টি চার ও চারটি ছক্কার সাহায্যে নিজের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিতে পৌঁছাতে নেন মাত্র ১৩০ বল।

Google Oneindia Bengali News

ফের সেঞ্চুরি রোহিত শর্মার। রাঁচিতে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের তৃতীয় টেস্টের দ্বিতীয় সেশনেই পৌঁছে গেলেন দূরন্ত এক শতরানে। ১৩টি চার ও চারটি ছক্কার সাহায্যে নিজের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিতে পৌঁছাতে নেন মাত্র ১৩০ বল। একসময় রোহিতের টেস্ট খেলার মানসিকতার বিষয়ে সন্দেহ ছিল অনেকের। এমন কী একসময় ওডিআইতেও রোহিতের দলে থাকা নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কা। তবে টেস্ট ওপেনিংয়ের নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে সব সমালোচনা মাঠের বাইরে ফেলে দিলেন এই মুম্বইকর। যেমনটা করেছিলেন সীমিত ওভারের ক্ষেত্রেও।

অপ্রতিরোধ্য ওপেনার রোহিত, ফের সেঞ্চুরি হিটম্যানের

আজকে সকালে টেস্টের শুরুটা ভালো হয়নি ভারতের। রাঁচিতে লাঞ্চের আগেই তিন উইকেট খুইয়ে ব্যাকফুটে চলে যায় শাস্ত্রীর ছাত্ররা। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে ভারতের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ৭১ রান। ততক্ষণে প্যাভিলিয়নে একে একে ফিরে গেছেন মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, ও বিরাট কোহলি। ভারতের হয়ে তখন রাহানেকে সঙ্গে নিয়ে হাল ধরেন রোহিত শর্মা। হঠাৎ ভেঙে পড়া জাহাজের দক্ষ ক্যাপ্টেনের মত দলকে টেনে তোলেন। সঙ্গে যোগ্য সঙ্গত ছিল রাহানেরও। রোহিতের সেঞ্চুরির সময় ৬০ রানে ব্যাট করছিলেন তিনিও।

এর আগে সিরিজের প্রথম টেস্টে দুটো ইনিংসেই সেঞ্চুরি করে প্রশাংসা কুড়িয়েছিলেন রোহিত। তবে প্রশ্ন ওঠে, এটা শুধু এক ম্যাচের কামাল না তো? সমালোকচকদের সেই প্রশ্ন জোর পায় দ্বিতীয় ম্যাচে রোহিত ব্যর্থ হওয়ায়। তবে আজকের এই সেঞ্চুরি করে রোহিত প্রমাণ করে দিলেন। তিনি এখানে এসেছেন দীর্ঘ সময় রাজ করতে। ক্ষণিকের অতিথি তিনি নন।

এর আগে বিশাখাপত্তনম টেস্টে প্রথম ইনিংসে ১৭৬-এর পর দ্বিতীয় ইনিংসেও করেছিলেন ১২৭। জোড়া সেঞ্চুরির সুবাদে ভেঙেছিলেন অসংখ্য রেকর্ড। সেই ম্যাচের শেষ থেকেই যেন আজকের ম্যাচটি শুরু করেন রোহিত। মাঝখানের পুনে টেস্টটা একটা যেন দুঃস্বপ্ন ছিল। রোহিত 'কুল' শর্মা হিটম্যানের ভূমিকাই নিলেন। তবে শুরু থেকে তাঁর সঙ্গীরা প্যাভিলিয়নে ফিরে যাওয়া ধুমধাড়াক্কা ব্যাটিং চালু করার আগে দলকে সামলানোর উপর নজর দেন। এই রোহিত যেন শুধুই হিটম্যান নন। তিনি এখন পরিণত ও সিনিয়র এক ক্রিকেটার। তবে টেস্টে তাঁর স্থায়িত্ব নিয়ে নিশ্চিত ছিলেন না অনেকেই। তবে ক্রিকেটে সব সম্ভব। মাত্র তিন ম্যাচের ব্যবধানে বদলে যেতে পারে একজন খেলোয়াড়ের গ্রহণযোগ্যতা। তাই প্রমাণ করলেন রো'হিট ম্যান' শর্মা।

English summary
India Vs South Africa ranchi test, Rohit Sharma Scores Century against South Africa in Ranchi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X