For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, অভিষেক হতে চলেছে শাবাজ নাদিমের

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে স্বাভাবিক বুদ্ধিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এদিকে চলতি টেস্টে অভিষেক হতে চলেছে ঝারখণ্ডের বাহাতি স্পিনার শাবাজ নাদিমের।

Google Oneindia Bengali News

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে স্বাভাবিক বুদ্ধিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এদিকে চলতি টেস্টে অভিষেক হতে চলেছে ঝারখণ্ডের বাহাতি স্পিনার শাবাজ নাদিমের। পেসার ইশান্ত শর্মার জায়গায় প্রথম একাদশে জায়গা হয়েছে তাঁর। এছাড়া বাকি দল অপরিবর্তিত রেখেই মাঠে নামছে ভারত। কুলদীপ যাদব তাঁর বা কাঁধে চোট অনুভব করায় ভারতীয় দলে ডেকে নেওয়া হয়েছিল শাবাজকে। প্রসঙ্গত, এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল কুলদীপের। সেই মাঠেই এবার অভিষেক হতে চলেছে শাবাজের।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, অভিষেক হতে চলেছে শাবাজ নাদিমের

সকালের পিচ রিপোর্টে বলা হয় সিরিজে অন্যান্য মাঠের তুলনায় এই মাঠে বল বেশি ঘুরবে। সেই মত তিন স্পিনার নিয়েই মাঠে নামছে ভারত। এই মাঠে অনুষ্ঠিত হওয়া আগের টেস্টটি ড্র হয়েছিল। তবে চলতি সিরিজে এই ম্যাচটি জিততে মরিয়া থাকবে ভারত। কারণ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে থাকা এই সিরিজের প্রতিটি ম্যাচ জিতলে ৪০ পয়েন্ট করে পাওয়া যাবে। বর্তমানে ২০০ পয়েন্ট পাওয়া ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় শীর্ষে রয়েছে। এই ম্যাচ জিতে শীর্ষএ থাকাই লক্ষ্য হবে কোহলি ব্রিগেডের। তাই সিরিজ নির্ণায়ক না হলেও এই ম্যাচ নিয়ে রয়েছে প্রচুর উৎসাহ।

গতকালকেই জানিয়েছিলেন টস করতে যাবেন না। সেই মত আজ দক্ষিণ আফ্রিকার হয়ে টস করতে আসেন টেম্বা ভাবুমা। তবে টস জেতা হল না দক্ষিণ আফ্রিকার। প্রক্সি ক্যাপ্টেন ভাবুমার পিছনে দাঁড়িয়ে থাকা ফাফ ডুপ্লেসি যা দেখে হতাশ হন।

এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে অভিষেক হতে চলেছে জর্জ লিন্ডের। এছাড়া দলে আরও একটি পরিবরিতন করতে বাধ্য হয়েছএ প্রোটিয়ারা। এইডেন মার্করাম চোটের জন্য ছিটকে গেছেন। সেই কারণে ওপেন করতে দেখা যাবে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক-কে।

ভারতীয় একাদশ : মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ শামি, শাবাজ নাদিম

দক্ষিণ আফ্রিকার একাদশ : ডিন এলগার, কুইন্টন ডি কক, জুবায়ের হামজা, ফাফ ডুপ্লেসি, (অধিনায়ক), টেম্বা ভাবুমা, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), জর্জ লিন্ডে, ডেন পিট, কাগিসো রাবাডা, আনরিখ নর্টজে, লুঙ্গি এনগিডি

English summary
India vs South Africa, Virat Kohli Wins the toss in Ranchi and decided to bat first
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X