For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিনায়ক ও সহঅধিনায়কের জোড়া শতরান! লক্ষ্যমাত্রায় হেলায় পৌঁছল ভারত

গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ৮ উইকেটে জিতল। জোড়া শতরান করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
 

Google Oneindia Bengali News

অধিনায়ক বিরাট কোহলি (১৪০) ও সহঅধিনায়ক রোহিত শর্মা (১৫২*)-র জোড়া শতরানে সহজেই গুয়াহাটির প্রথম একদিনের ম্য়াচে জয় পেল ভারত। লক্ষ্যমাত্রা অবশ্য নেহাত কম ছিল না। প্রথমে ব্যাট করে ভারতের সামনে ৩২৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল ভারত। কিন্তু কোহলি ও হিটম্যানের দাপটে শেষ পর্যন্ত ভারত রানটা তুলে দিল মাত্র ৪২.১ ওভারে। ম্যান অব দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি।

জোড়া শতরানে লক্ষ্যমাত্রায় হেলায় পৌঁছল ভারত

এদিন টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান কোহলি। বারতের হয়ে একদিনের ম্যাচে অভিষেক হয় ঋষভ পন্থের। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একদিনের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন চন্দ্রপল হেমরাজ ও ওশানে থমাস।

একপেশে টেস্ট সিরিজের পর একদিনের ম্যাচের সিরিজের শুরুটা বেশ ভাল করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের সামনে ৩২৩ রানের বড় লক্ষ্যমাত্রা দিয়েছিল তারা। ওপেনার কিয়েরন পাওয়েল শুরুতে ৩৯ বলে ৫১ রান করে ভাল শুরু দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। শাই হোপ (৩২) ভাল শুরু করেও উইকেট ছুঁড়ে দিয়ে আসেন।

পাওয়েল ও শাই হোপের ভাল শুরুর উপর ভিত্তি করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গড়েছিলেন শিমরন হেতমিয়ের। মাত্র ৭৪ বলে শতরান সম্পূর্ণ করেন তিনি। ইনিংসে মোট ৬টি চার ও ৬টি ছয় মারেন। তবে তিনিও ইনিংসকে আর বেশি টানতে পারেননি। ৭৮ বলে ১০৬ করেই আউট হন জাদেজার বলে।

এছাড়া ৪২ বলে ৩৮ রান করে যান অধিনায়ক হোল্ডারও। কিন্তু লোয়ার অর্ডারে ব্যর্থতায় শেষ ৬ ওভারে মাত্র ৪২ রান ওঠে। নাহলে একটা সময় ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ৩৫০ রান পেরিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল। শেষ অবধি ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রানেই শেষ হয় তাদের ইনিংস।

ভারতের পক্ষে ভাল বল করেন যুজবেন্দ্র চাহাল। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়া রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামিও ২টি করে উইকেট পান। ১ উইকেট নিয়েছেন খলীল। উমেশ যাদব উইকেট শূন্যই থাকেন। শামি ১ উইকেট নিলেও এদিন প্রবল মার খেয়েছেন। বিশেষ করে তিনি ভয়ঙ্কর হেতমিয়ারের নিশানায় পরিণত হয়েছিলেন। নিটফস ১০ ওভারে তিনি ৮১ রান দেন।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই আরেক অভিষেককারী থমাসের বলে মাত্র ৪ রান করেই আউট হয়ে যান এশিয়া কাপের ম্যান অব দ্য সিরিজ শিখর ধাওয়ান। কিন্তু শুরুর সেই হোঁচট অনুভবই করতে দেননি অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর ডেপুটি রোহিত শর্মা।

দ্বিতীয় উইকেটের জুটিতে ২৪৬ রান যোগ করে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তাঁরা। এদিন কিছুটা ব্যতিক্রমী ভাবেই হিটম্যানের থেকে অনেক বেশি আক্রমনাত্মক ভূমিকায় ছিলেন কোহলি।মাত্র ১০৭ বলে ১৪০ রান করে যান ভারত অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ২১টি চার ও ২টি ছয়।

৩৩তম ওভারের শেষ বলে দেবেন্দ্র বিশুর বলে মারতে গিয়ে ফ্লাইট মিস করেন কোহলি। তাঁরে স্টাম্প করতে ভুল করেননি শাই হোপ। ততক্ষণে ভারত পৌঁছে গিয়েছিল ২৫৬ রানে। বাকি কাজটা নিশ্চিন্তে সাড়েন রোহিত শর্মা ও আম্বাতি রায়ডু।

বিরাটের আউট হওযার পর হাত খুলেছিলেন রোহিতও। শেষ পর্যন্ত তিনি ১১৭ বলে ১৫২ রান করে যান। তাঁর ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ৮টি বিশাল ছক্কায়। রায়ডু ২৬ বলে ২২ করে অপরাজিত থাকেন।

English summary
In the first ODI in Guwahati, India have won by 8 wickets against West Indies. Virat Kohli and Rohit Sharma both have scored centuries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X