For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজকোট টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম সেশনেই ম্যাচে জাঁকিয়ে বসার ইঙ্গিত ভারতের

রাজকোটে, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম দিনে লাঞ্চ বিরতিতে স্কোর। 
 

Google Oneindia Bengali News

প্রত্যাশা মতোই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে প্রথম টেস্টের প্রথম সেশনেই চালকের ভূমিকায় ভারত। এদিন অভিষেকেই চমতকার অর্ধশতরান করলেন পৃথ্বী শ। লাঞ্চ বিরতিতে তিনি মাত্র ৭৪ বলে ৭৫ রান করে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ৫৪ রানে অপরাজিত আছেন চেতেশ্বর পূজারা। ভারতের রান এই মুহুর্তে ১ উইকেট হারিয়ে ১৩৩।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, প্রথম সেশনেই ম্যাচে প্রাধান্য ভারত

এদিন মাঠে নামার আগেই অবশ্য বেশ কিছু কারণে পিছিয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এমনিতেই ক্রেমার রোচ নেই, তার উপর এদিন তাদের অধিনায়ক জেসন হোল্ডারকে ছাড়াই প্রথম একাদশ নামাতে হয় ওয়েল্ট ইন্ডিজকে। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। এদিন ম্যাচের আগে তিনি ফিটনেস টেস্টে ব্যর্থ হন।

টসে জিতে ভারত অধইনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সিরিজ শুরু হওয়ার আগে থেকেই ফোকাসটা ছিল ১৮ বছরের পৃথ্বী শ-এর উপর। এই সিরিজে বাদ দেওয়া হয়েছে ওপেনার মুরলী বিজয় এবং শিখর ধাওয়ানকে। অস্ট্রেলিয়া সফরের আগে মাত্র ২টি টেস্ট পেয়েছেন পৃথ্বী নিজেকে প্রমাণ করার জন্য। আর প্রথম ইনিংস থেকেই কাজ শুরু করে দিলেন মুম্বইয়ের এই বিস্ময় প্রতিভা

টেস্টের দ্বিতীয় বলেই তিনি পয়েন্টের দিকে বল ঠেলে তিন রান নিয়ে ইনিংস শুরু করেন। কিন্তু এরপরই শ্যানন গেব্রিয়েল দেখিয়ে দেন, রোচের অনুপস্থিতিতে বারতের বিপক্ষে তাকেই কেন ওয়েস্ট ইন্ডিজের সেরা বাজি ধরা হচ্ছে। পর পর কয়েকটি বলে তিনি রাহুলকে পরাস্ত করেন। এরপরই উইকেটের সামনে রাহুলের পা পেয়ে যায় তাঁর একটি ভিতরে ঢুকে আসা বল।

পরিষ্কার এলবিডব্লু হওয়া সত্ত্বেও রাহুল রিভিউ নেন। ফলে ভারত তাঁর উইকেটের সঙ্গে সঙ্গে একটি রিভিউ-ও খোয়ায়। এরপর ওয়েস্ট ইন্ডিজ ভারতে মাটিতে কিছু চমতকার ঘটানোর স্বপ্ন দেখছিল। কিন্তু তাতে একাই জল ঢেলে দেন পৃথ্বী শ। কীমো পল কিংবা ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেককারী শেরমন লুইস, কেউই তাঁর সামনে দাঁড়াতে পারেননি। লুইসকে তো ৩ ওভারে বেধারক পেটান পৃথ্বী।

উপরদিকে পূজারা খেলেছেন তাঁর নিজস্ব শান্ত ভঙ্গীতেই। উল্টোদিকে পৃথ্বীর মার দেখে তিনি অযথা প্রলুব্ধ হননি। তবে এদিন প্রথম সেশনে রাজত্ব করলেন পৃথ্বীই। তার ভয়ঙ্কর মূর্তির ফলেই মাত্র ৬ ওভার পরেই ফিল্ড ছড়িয়ে দিতে বাধ্য হন এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট।

মাত্র ১১ ওভারেই ৫০ পেরিয়ে যায় ভারত। মাত্র ৫৬ বলেই নিজের প্রথম টেস্ট অর্ধশতরান পূরণ করেন এই তরুণ প্রতিভা। এখন তিনি সমান গতিতে এগিয়ে চলেছেন অভিষেক টেস্টেই শতরান করার দিকে। ধীরে সুস্থে শুরু করলেও পরের দিকে পুজারাও রান তোলার গতি বাড়িয়েছেন। তাঁর অর্ধশতরান আসে ৬৭ বলে।

English summary
The score of India vs West Indies first test in Rajkot, before the first-day lunch break.
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X