For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান ডে-তে কেমন থাকবে আবহাওয়া?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান ডে-তে কেমন থাকবে আবহাওয়া?

  • |
Google Oneindia Bengali News

টেস্টের দলে নেই। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে শেষ বারের মতো ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে ব্যাটিং লেজেন্ড ক্রিস গেইলকে। তাই ভারতের বিরুদ্ধে এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। বাড়ছে টিকিটের চাহিদা। চড়ছে দাম।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান ডে-তে কেমন থাকবে আবহাওয়া?

তবে ক্রিকেট প্রেমীদের সব আশা এক লহমায় ধুয়েমুছে সাফ হয়ে যেতেও পারে যদি গায়ানার মতো পোর্ট অফ স্পেনে তুমুল বৃষ্টি নামে। গত ওয়ান ডে-তে একশোর পরিবর্তে মাত্র ১৩ ওভার খেলা হয়েছিল। বৃষ্টি না কমায় খেলা বন্ধ করে দিতে বাধ্য় হয়েছিলেন আম্পায়াররা। সেই পরিস্থিতি যেন দ্বিতীয় ওয়ান ডে-তে না হয়, প্রার্থনা করছেন ক্রিকেট প্রেমীরা।

তবে ক্রিকেটের জন্য সুখবর। পোর্ট অফ স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিনের ম্যাচে বৃষ্টি হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। তাদের বক্তব্য, আকাশ মেঘলা থাকলেও ম্যাচ চলার সময় পোর্ট অফ স্পেনে বর্ষাসুর দেখা দেবেন না। দিনের তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তাই অতিরিক্ত গরমও খেলা কিংবা খেলা দেখার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা তৈরি করবে না বলে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। তবে ওভারকাস্ট কন্ডিশনের জন্য যে দল আগে ব্যাট করবে, তাদের প্রথম দশ ওভার দেখে খেলতে হবে।

English summary
India vs West Indies 2nd ODI : Will rain stops play
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X