For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: টেস্ট সিরিজে চোখ থাকবে কোন চার ভারতীয় ক্রিকেটারের উপর

দীর্ঘ সাত মাস পর টেস্ট ক্রিকেটের ময়দানে নামছে ভারতীয় দল। শেষবার চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে সিডনি টেস্ট ড্র করেছিল কোহলিরা

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ সাত মাস পর টেস্ট ক্রিকেটের ময়দানে নামছে ভারতীয় দল। শেষবার চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে সিডনি টেস্ট ড্র করেছিল কোহলিরা। এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্টের আঙিনায় ফিরতে চলেছে পাঁচ দিনের ফর্ম্যাটের বিশ্বের এক নম্বর দল। একনজরে দেখে নেওয়া যাক, ক্যারিবিয়ান সফরে টেস্ট সিরিজে চোখ থাকবে কোন চার ভারতীয় উপর।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
রোহিত শর্মা

রোহিত শর্মা

সীমিত ওভারের ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন। বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন। এবার টেস্ট ফর্ম্যাটে ধৈর্য্য দেখাতে পারেন কিনা, সেটাই দেখার। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন রোহিতের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে ধারাবাহিকভাবে টেস্ট খেলিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত। ভারতীয় দলে মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন হিটম্যান।

মায়াঙ্ক আগারওয়াল

মায়াঙ্ক আগারওয়াল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকে নজর কেড়েছিলেন। দুই টেস্টে তিন ইনিংস খেলে সংগ্রহ ছিল ১৯৫ রান। দুবার অবশ্য শতরান হাতছাড়া করেছেন। ক্যারিবিয়ান সফরে লোকেশ রাহুলের সঙ্গে জুটিতে ওপেনিং করবেন। শতরানের আক্ষেপটা দ্রুত মিটিয়ে ফেলতে চাইবেন মায়াঙ্ক

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

ক্যারিবিয়ান সফরের টেস্ট সিরিজ তাঁর কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে। সীমিত ওভারের সিরিজে এক ইনিংসে অর্ধশতরান ছাড়া সম্মানজনক রান পাননি। তাই টেস্ট সিরিজে ব্যাটে রান না পেলে তাঁকে বসিয়ে দিতে পারেন ম্যানেজমেন্ট। পরিবর্তে সুযোগ পেতে পারেন অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা।

 ইশান্ত শর্মা

ইশান্ত শর্মা

শামি-বুমরাহরা ছন্দে রয়েছেন। বিশ্বকাপে দুই পেসারই দারুণ বোলিং করেছেন। অজি সফরের পর দীর্ঘ সাত মাস পার করে এবার দেশের হয়ে বাইশ গজে ফিরছেন ইশান্ত।শামি-বুমরাহদের ভিড়ের মাঝে সিরিজে ইশান্তের দিকেও নজর থাকবে।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

English summary
india vs west indies: From Rohit Sharma to risabh pant, four Indian cricketers to watch out for
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X