For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লড়াই করল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু দ্বিতীয় দিনেও ভারতকে এগিয়ে রাখলেন রাহানে-পন্থ জুটি

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ হায়দরাবাদ টেস্টের প্রথম দিনের শেষে ম্যাচ রিপোর্ট। 

  • |
Google Oneindia Bengali News

সিরিজে এই প্রথম সারাদিনই ভাল লড়াই ছুঁড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে দিনের দ্বিতীয় সেশনে একটা সময ভারতকে ভাল চাপে ফেলে দিয়েছিল তারা। কিন্তু সেই চাপ কাটিয়ে দিনের শেষে ফের ভারতকে এগিয়ে দিলেন ঋষভ পন্থ (৮৫*) ও আজিঙ্কা রাহানে (৭৫*)। অপরাজিত পঞ্চম উইকেট জুটিতে ১৪৬ রান তুলে তাঁরা ভারতের স্কোর পৌঁছে দিলেন ৩০৮-৪'এ। ভারত এখনও প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের থেকে ৩ রানে পিছিয়ে।

দ্বিতীয় দিনেও ভারতকে এগিয়ে রাখলেন রাহানে-পন্থ জুটি

এদিন ৯৮ রানে অপরাজিত অবস্থায় ব্যাট শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ। প্রত্য়াশা মতোই তিনি শতরান করেন (১০৬)। কিন্তু তাঁর শতরানের আগেই দিনের প্রথম ওভারেই দেবেন্দ্র বিশুর উইকেট ছিটকে দিয়ে হুঙ্কার ছেড়েছিলেন উমেশ যাদব।

প্রথম দিনের প্রথম সেশনে খারাপ শুরুর পর এই ইনিংসেই দুর্দান্তভাবে ফিরে এলেন উমেশ যাদব। শর্দুল ঠাকুর অভাব তিনি একাই মিটিয়ে দিলেন। প্রথম দিনের তিন উইকেটের পর এদিন ওয়েস্ট ইন্ডিজের লেদের বাকিটা তিনি একাই ছেঁটে ফেলে তাদেরকে ৩১১ রানে বেঁধে রাখেন উমেশ। ইনিংসে ৮৮ রান দিয়ে ৬ উইকেট নিলেন তিনি।

ভারত রান তাড়া শুরু করেছিল জেট গতিতে। মধ্যাহ্ন ভোজের আগে মাত্র ১৬ ওভারেই ৮০ রান তুলে ফেলেছিল তারা। সৌজন্যে ভারতের নবতম তারকা বিস্ময় প্রতিভা পৃথ্বী শ। উল্টোদিকে ফের একবার লোকেশ রাহুল (৪) হতাশ করলেও প্রথম টেস্টে শতরানের পর ফের দ্বিতীয় টেস্ট ইনিংসে তিনি অর্ধশতরান করলেন।

কিন্তু মধ্যাহ্নভোজের পরই তাঁর শো শেষ হয়ে যায়। অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট খোয়ান ওয়ারিকনের বলে। মারতে গিয়ে তিনি সোজা ক্য়াচ দিয়ে বসেন কভার এলাকায় হেতমিয়েরের হাতে। তার আগে মাত্র ৫৩ বলে ৭০ রান করে যান এই আঠারো বছরের তরুণ। এর পরপরই আউট হয়ে যান চেতেশ্বর পুজারাও (১০)

এখান থেকে খেলাটা ধরেছিলেন ভারতের অধিনায়ক ও সহঅধিনায়ক। তাঁদের মধ্য়ে ভাল পার্টনারশিপও তৈরি হয়েছিল। কিন্তু বিপক্ষ অধিনায়ক হোল্ডারের বলে লাইন মিস করে এলবিডব্লু হন কোহলি (৪৫)। এই সময় ১৬২ রানে ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত।

কিন্তু তারপরের গোটা সেশন দারুন দায়িত্বশীল ব্য়াট করে ভারতকে আবার মজবুত জায়গায় তুলে আনেন পন্থ ও রাহানে। পন্থ যদিও একেবারে শুরুতেই গেব্রিয়েলের একটি বাউন্সার সামলাতে না পেরে সুযোগ দিয়েছিলেন। কিন্তু তা তালুবন্দি করতে পারেননি হ্যামিল্টন। শেষ সেশনে আর উইকেট ফেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

English summary
The match report of India vs West Indies Hyderabad test at the end of the second day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X