For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হায়দরাবাদ টেস্ট, আবার অর্ধশতরান! ওয়েস্ট ইন্ডিজের সব আশা শুষে নিচ্ছেন পৃথ্বী শ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচ রিপোর্ট। 

  • |
Google Oneindia Bengali News

অনেক আশা নিয়ে দিনটা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শতরান করে রোস্টন চেজ (১০৬) আউট হওয়ার পর আর বেশিক্ষণ টেকেনি তাদের ইনিংস, ৩১১ রানেই শেষ হয়। এরপর ব্যাট করতে নেমে মধ্যাহ্ন ভোজের বিরতি অবধি রীতিমতো ঝড় তুলে রানটা তাড়া করা শুরু করেছে ভারত।

হায়দরাবাদ টেস্ট, ওয়েস্ট ইন্ডিজের সব আশা শুষে নিচ্ছেন পৃথ্বী

মাত্র ১৬ ওভারের মধ্যেই ভারতের স্কোর পৌঁছে গিয়েছে ৮০ রানে। সৌজন্যে ভারতের তরুণ বিস্ময় তারকা পৃথ্বী শ। অভিষেক টেস্টে শতরানের পর দ্বিতীয় টেস্টে এখনও অবধি তিনি ৮টি ৪ ও ১টি ৬ সহ মাত্র ৪২ বলেই ৫২ রান করে অপরাজিত আছেন। তবে আবারও হতাশ করেছেন লোকেশ রাহুল। এদিনও ৪-এর বেশি রান করতে পারেননি তিনি। পৃথ্বীর সঙ্গে ক্রিজে ৯ রানে অপরাজিত আছেন চেতেশ্বর পুজারা।

শতরানের থেকে মাত্র ২ রান পিছনে দিনটি শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাঁর শতরান আসার আগে দিনের প্রথম ওভারেই দেবেন্দ্র বিশুর উইকেট তুলে নিয়েছিলেন উমেশ যাদব। বল তাঁর ব্যাটের ভিতরের কানায় লেগে স্টাম্প ছিটকে দেয়।

তারপরের ওভারেই অবশ্য কূলদীপ যাদবের বলে ফ্লিক করে নিজের চতুর্থ টেস্ট শতরান পূর্ণ করেন চেজ। কিছু পরে তাঁকেও একাবের দেবেন্দ্র বিশুর কায়দাতেই তুলে নেন উমেশ। এরপর আর বেশিক্ষণ দীর্ঘায়িত হয়নি ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস। শেষ ব্যাটসম্যান গেব্রিয়েলকেও তুনে নিয়ে ইনিংসে মোট ৬টি উইকেট দখল করেন উমেশ যাদব। দুই জোরে বোলারের কাজ সারলেন তিনি একাই।

এরপর শুরু হয়ে যায় পৃথ্বী 'শো'। গেব্রিয়েলের এক ওভারে ১৫ রান নিয়ে তিনি শুরু করেন। হোল্ডারকেও তিনি রেয়াত করেননি। তবে এদিন আবারও হতাশ করেন অপর ওপেনার লোকেশ রাহুল। হোল্ডারের একটি অফস্টাম্পের বাইরের বল খেলব কি খেলব না করে ব্যাটের কানায় লাগিয়ে বসেন তিনি। তবে পরবর্তী ব্যাটসম্যান পুজারাকে কিন্তু যথেষ্ট জমাট দেখাচ্ছে।

English summary
The match report of India vs West Indies Hyderabad test on the second day's lunch break.
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X