For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শামি বিশ্রামে নাকি বাদ! ভারতের শেষ তিন একদিনের ম্যাচের দলে ফিরলেন পরিচিত পেসারদ্বয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি থাকা ৩ ওয়ানডের জন্য ভারতীয় দল।

  • |
Google Oneindia Bengali News

গুয়াহাটিতে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হাসতে হাসতে হারিয়েছিল ভারত। পরের ম্যাচে বিশাখাপত্তনমে অধিনায়ক কোহলি ওয়াডেতে ১০০০০ রানের মাইলস্টোনে পৌঁছেছেন। কিন্তু শে, পর্যন্ত ভারত ম্যাচটি জিততে পারেনি।

শেষ বলে জেতার জন্য ৫ রান দরকার, এই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের ব্য়াটসম্য়ান শাই হোপ চার মেরে দেওয়ায় ম্যাচ শেষ হয়েছে অমিমাংসিতভাবে। এই অবস্থায় বৃহস্পতিবার বাকি ৩ একদিনের ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল।

ফিরলেন ভূবি-বুমরা জুটি

ফিরলেন ভূবি-বুমরা জুটি

এশিয়া কাপে আগুন ঝড়ানোর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও একদিনের ম্য়াচের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল, ভারতের একদিনের ম্য়াচের পরিকল্পনার সেরা দুই বোলার ভূবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাকে। শেষ তিন ম্যাচের জন্য দলে ফেরানো হল তাঁদের।

বিশ্রাম নাকি বাদ শামি?

বিশ্রাম নাকি বাদ শামি?

দীর্ঘদিন বাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে ফিরেছিলেন বাংলার পেসার মহম্মদ শামি। কিন্তু দুই ম্যাচ পড়েই তাঁকে 'বিশ্রাম'-এ পাঠানো হল। আনুষ্ঠানিকভাবে তাঁকে বিশ্রাম দেওয়ার কথা বলা হলেও মনে করা হচ্ছে প্রথম দুই ম্য়াচে খারাপ পারফরম্য়ান্সের জেরে তাঁকে বাদ দেওয়াও হয়ে থাকতে পারে। প্রথম ম্যাচে তিনি ২ উইকেট নিলেও দিয়েছিলেন ৮১ রান! দ্বিতীয় ম্যাচে ৫৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

টিকে গেলেন উমেশ

টিকে গেলেন উমেশ

সামির থেকে ভাবল কিছু পারফর্ম করেননি উমেশ যাদব। দুই ম্যাচ মিলিয়ে ২০ ওভার হাত ঘুরিয়ে ১৪৬ রান দিয়ে তিনি মাত্র ১ উইকেট পেয়েছেন। কিন্তু নিজেকে প্রমাণ করার আরও একটি সুযোগ দেওয়া হল তাঁকে।

জায়গা হল না পৃথ্বী শ-এর

জায়গা হল না পৃথ্বী শ-এর

একদিনের সিরিজ শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল এই সিরিজের শে, ৩ ম্য়াচেই একদিনের স্কোয়াডে ঢুকে পড়তে পারেন ভারতের নয়া ব্যাটিং সেনসেশন পৃথ্বী শ। কিন্তু প্রথম দুই ম্যাচের মতো শেষ তিন ম্যাচেও তিনি নির্বাচকদের ভাবনায় থাকলেন না। তাঁকে নিয়ে সম্ভবত বিশ্বকাপের আগে তাড়াহুড়ো করার পথে হাঁটতে চান না তাঁরা।

১৫ সদস্যের ঘোষিত ভারতীয় দল

১৫ সদস্যের ঘোষিত ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, ঋষভ পন্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা, খলীল আহমেদ, উমেশ যাদব, কেএল রাহুল, মনীশ পাণ্ডে।

English summary
Indian team for remaining 3 ODIs against West Indies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X