For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় উইকেটরক্ষক নিয়ে ধোনিকে বার্তা! ঘোষণা করা হল প্রথম দুই ওয়ানডের দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ভারতীয় দল। 
 

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল বেছে নিলেন এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। মোট ১৪ সদস্যের দল বাছা হয়েছে।

এশিয়া কাপের বিশ্রাম কাটিয়ে দলের নেতৃত্বে ফিরলেন অধিনায়ক বিরাট কোহলি। আর টেস্টের পর এইবার একদিনের দলেও ডাক পেলেন ঋষভ পন্থ। বাদ পড়তে হল দীনেশ কার্তিককে। প্রত্যাশা মতোই বাদ গেলেন দীপক চাহার ও সিদ্ধার্থ কলও।

ওয়ানডে দলে প্রথমবার পন্থ

ওয়ানডে দলে প্রথমবার পন্থ

ইংল্যান্ডের মাটিতে অভিষেক টেস্টে শতরান ও তারপরে রাজকোটে তুমুল মেরে ৯১ রান করার পর থেকেই একদিনের দলের দরজায় টোকা মাপছিলেন ঋষভ পন্থ। এদিন সেই দরজা খুলে গেল। প্রথমবারের জন্য একদিনের দলে ডাক পেলেন পন্থ।

ধোনির উপর এখন আর আগের মতো ভরসা করা যাচ্ছে না। এশিয়া কাপেও বলার মতো কিছু পারফরম্যান্স নেই। তবে একদিনের দলে ধোনি ও পন্থ দুজনেই থাকছেন। কোপ পড়ল দীনেশ কার্তিকের উপর। এশিয়া কাপে কিন্তু তিনি ভালই খেলেছিলেন।

পন্থকে দলে নিয়ে কি বার্তা দেওয়া হল ধোনিকে

পন্থকে দলে নিয়ে কি বার্তা দেওয়া হল ধোনিকে

পন্থের দ্রুত উত্থানে অনেকে এখনই একদিনের ক্রিকেটে ধোনির জায়গায় পন্থকে খেলাতে আগ্রহী। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেওয়াগের মতো একাধিক প্রাক্তন ক্রিকেটার বিশ্বকাপ অবধি ধোনিকেই স্টাম্পের পিছনে দেখতে চান।

এদিনের দল নির্বাচনের পর বিসিসিআই-এর এক কর্তাও জানিয়েছেন, বিশ্বকাপ অবধি ধোনির হাতেই কিপিং গ্লাভস থাকছে। পন্থকে দলে নেওয়া হয়েছে, ধোনির ছায়ায় তৈরি হওয়ার জন্য। তবে তিনি এও জানিয়েছেন ৬ বা ৭ নম্বরে পন্থ দারুণ ব্যাটসম্য়ান হয়ে উঠতে পারেন। তাঁর ম্যাচ ফিনিশ করার ক্ষমতাও আছে। তাছাড়া ঘরের মাঠে সাধারণত দলে দ্বিতীয় উইকেটরক্ষক রাখা হয় না। কাজেই পন্থের অন্তর্ভুক্তি কিছুটা হলেও চাপে রাখবে ধোনিকে।

কেদারের দুর্ভাগ্য

কেদারের দুর্ভাগ্য

কেদার যাদবের চোট আঘাতের দুর্ভাগ্য আর যাচ্ছেই না। এশিয়া কাপে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছিলেন কেদার। এমনকী ফাইনাল ম্যাচে আহত হয়ে বেরিয়ে গিয়েও একেবারে শেষ ওভারে ফের ক্রিজে ফিরে এসে ভারতকে ম্যাচ জেতান তিনি।

কিন্তু সেই ফাইনাল ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটটাই কাল হয়ে দাঁড়াল। এর আগেও বাল খেলতে খেলতে ভারতীয় দলের প্রথম একাদশে নাম পাকা করার আগেই চোটের জন্য বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। ফের একবার চোটই তাঁকে দল থেকে ছিটকে দিল।

টিকে গেলেন জাদেজা

টিকে গেলেন জাদেজা

একবছর পর জরুরি তলবে আরব আমিরশাহিতে গিয়েই এশিয়া কাপে তাঁর প্রথম ম্যাচেই ৪ উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন জাদেজা। এশিয়া কাপের প্রায় প্রতি ম্যাচেই তিনি বল হাতে সফল। শিখর-রোহিত জুটির দাপে ব্যাট করার বিশেষ সুযোগ না পেলেও লোয়ার অর্ডারে তিনি খারাপ খেলেননি।

তার পুরষ্কার পেলেন তিনি। পরের সিরিজেও দলে রয়ে গেলেন তিনি। হার্দিক ও অক্ষর প্যাটেলের চোট এখনও সাড়েনি। তাঁরা সুস্থ হয়ে গেলে কী হবে বলা মুশকিল। কিন্তু আপাতত জাদেজা আরও একটি ভাল সুযোগ পাচ্ছেন বিশ্বকাপ দলে নিজের জায়গা পোক্ত করার।

খলিল পেলেন এশিয়া কাপের পুরষ্কার

খলিল পেলেন এশিয়া কাপের পুরষ্কার

একদিনের সিরিজেও বিশ্রাম দেওয়া হচ্ছে ভূবি-বুমরা জুটিকে। বদলে দলের জোরে বলের নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। এশিয়া কাপে সামান্য সুযোগ পেয়েই খলীল আহমেদ বুঝিয়ে দিয়েছিলেন ভারতের বাঁহাতি সিমারের অভাব তিনি দূর ককরতে প্রস্তুত। এই সিরিজে শামি ছাড়া অভিজ্ঞ কোনও পেসার না তাকায় তিনি নিজেকে প্রমাণ করার আরও ভাল সুযোগ পাবেন।

পেস বিভাগে থাকছেন শর্দুল ঠাকুরও। এশিয়া কাপে একটি ম্যাচে সুযোগ পেয়ে তিনি খুবই বাজে বল করেছিলেন। দলের সঙ্গে বহুদিন ধরে ঘুরলেও প্রথম এগারোয় কিন্তু তিনি বিশেষ সুযোগ পাননি। এবার তাঁর সুযোগ প্রাপ্য।

১৪ সদস্যের সম্পূর্ণ দল

১৪ সদস্যের সম্পূর্ণ দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, মনীশ পান্ডে, এমএস ধোনি (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কূলদীপ যাদব, মহম্মদ শামি, খলীল আহমেদ, শর্দুল ঠাকুর, লোকেশ রাহুল।

English summary
Indian team for first 2 ODIs against West Indies. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X