For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, রাজকোট টেস্ট - পাঁচটি রেকর্ড যা সবার অলক্ষ্যে ঘটে গেল, দেখুন

পাঁচটি রেকর্ড যা সবার অলক্ষ্যে ঘটে গেল রাজকোটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচে, দেখুন ফটো ফিচার। 

  • |
Google Oneindia Bengali News

তিন দিনে ১ ইনিংস ও ২৭২ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে। রাজকোট টেস্টে অভিষেক হয়েছে মুম্বইয়ের আরও এক বিস্ময় প্রতিভা পৃথ্বী শয়ের। তিনি অভিষেক ইনিংসে এমন খেলা দেখিয়েছেন যার দৌলতে তার অভিষেকের কথা এখন সবাই জানে।

জাদেজা তাঁর প্রথম টেস্ট শতরান পেয়েছেন কিংবা কূলদীপের প্রথম এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কথাও অনেকেই জেনে গিয়েছেন। কিন্তু এইসবের আড়ালে সকলের অলক্ষ্যে বেশ কয়েকটি রেকর্ড ঘটে গেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে। দেখে নেওয়া যাক এরকম ৫টি রেকর্ড।

এটি ভারতের সবচেয়ে বড় টেস্ট জয় (আগে ব্যাট করে)

এটি ভারতের সবচেয়ে বড় টেস্ট জয় (আগে ব্যাট করে)

৫ দিনের ম্যাচে ৩ দিনে সহজ জয় পেয়েছে ভারত। প্রথম ইনিংসে ৬৪৯ রানের পাহাড়া গড়ার পর ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে দুই ইনিংসেই ভারতীয় বোলাররা ২০০-র কমে বেঁধে রেখেছে। ফলে স্বাভাবিকভাবেই এই বিশাল জয়ের ফলে রেকর্ডরক্ষক-পরিসংখ্যানবিদদের কাজ বেড়েছে। দেখা যাচ্ছে আগে ব্যাট করে জয়ের ক্ষেত্রে ব্যবধান অনুযায়ী এটাই ভারতের সবচেয়ে বড় জয়। ভারত এই ম্যাচ জিতেছে ১ ইনিংস ও ২৭২ রানে।

ভারত মাটিতে পরপর তিন টেস্টে সবচেয়ে বড় জয়ের রেকর্ড

ভারত মাটিতে পরপর তিন টেস্টে সবচেয়ে বড় জয়ের রেকর্ড

ভারত শুধু এই ম্যাচেই সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড করল তা নয়, দেশের মাটিতে এই নিয়ে পর পর তিন ম্যাচে এমনটা ঘটল। এই ম্যাচের আগে ভারতের সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ডটি হয়েছিল বেঙ্গালুরুতে হওয়া ভারত বনাম আফগানিস্তান টেস্টে। এই টেস্টের আগে সেটিই দেশের মাটিতে খএলা ভারতের শেষ টেস্ট। সেখানে জয় ছিল ইনিংস ও ২৬২ রানে। আবার তার আগের সবচেয়ে বড় জয় ছিল ছিল তার আগে দেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচে। নাগপুরের সেই টেস্টে ভারতের জয়ের ব্যবধান ছিল ইনিংস ও ২৩৯ রানে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ে এগিয়ে গেল ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ে এগিয়ে গেল ভারত

১৯৪৮ থেকে ১৯৭০ এই দুই দশকেরও বেশি সময় ধরে ভারত ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্টেও জিততে পারেনি। ১২টি জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, ১১টি ড্র হয়েছিল। ১৯৭০-এ প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট জিতেছিল ওয়াদেকরের ভারত। তারপর থেকে রাজকট টেস্টের আগে অবধি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ১৮টি করে টেস্ট জিতেছিল। ৩৫টি ড্র হয়। এই জয়ে হিসেবটা দাঁড়াল ভারত - ১৯, ওয়েস্ট ইন্ডিজ - ১৮।

৩ ক্রিকেটেই ইনিংসে ৫ উইকেট নেওয়ার বিরল তালিকায় কূলদীপ

৩ ক্রিকেটেই ইনিংসে ৫ উইকেট নেওয়ার বিরল তালিকায় কূলদীপ

রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন কূলদীপ যাদব। টেস্টে এটিই তাঁর প্রথম ইনিংসে ৫ উইকেট। অবশ্য এর আগে তিনি আন্তর্জাতিক টি২০ ও একদিনের ম্যাচে ১ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ফলে তিন ধরনের ক্রিকেটেই এক ইনিংসে ৫ উইকেট নেওয়া হয়ে গেল তাঁর। হাতে গোনা কয়েকজন বোলারেরই এই রেকর্ড আছে। ভারতের হয়ে কুলদীপের আগে এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন ভুবনেশ্বর কুমার।

তিনটি ফর্ম্যাটে পাঁচ-উইকেট নেওয়া বোলার-

টিম সাউদি
অজন্তা মেন্ডিস
উমর গুল
লাসিথ মালিঙ্গা
ইমরান তাহির
ভুবনেশ্বর কুমার
কুলদীপ যাদব

বিরাট কোহলির জোড়া রেকর্ড

বিরাট কোহলির জোড়া রেকর্ড

এই ম্যাচে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২৪-তম শতরান করেচেন তিনি। তাঁর থেকে দ্রুত করেছিলেন ডন ব্র্যাডম্যান, ৬৬ ইনিংসে। কোহলি করলেন ১২৩ ইনিংসে। ভাংলেন সচিন তেন্ডুলকরের ১৫ ইনিংসে ২৪৩ শতরানে পৌঁছনোর রেকর্ড। শুধু তাই নয় তিনি রাজকোটেই এই ক্যালেন্ডার বর্ষে ১০০০ টেস্ট রান পূর্ণ করলেন। ফলে তিনিই হলেন প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যিনি পরপর দুই ক্যালেন্ডার বর্ষে ১০০০ টেস্ট রান করলেন।

English summary
5 records that went unnoticed from the match between India and West Indies at Rajkot, see photo feature.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X