For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজকোট টেস্ট, শতরান পেলেন কোহলি, হারালেন ঋষভ পন্থ - ভারত ৫০০ রানের পাহাড়ে

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ রাজকোট টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচ রিপোর্ট। 

Google Oneindia Bengali News

দ্বিতীয় দিনেও বদলালো না রাজকোট টেস্টের ছবিটা। এদিন ৪ উইকেটে ৩৬৪ রান নিয়ে শুরু করেছিল ভারত। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ভারত ৫ উইকেট হারিয়ে ৫০৬ রান তুলে ফেলল। বিরাট কোহলি পেলেন আরও একটি শতরান। প্রথমদিনের আরও এক অপরাজিত ব্যাটসম্যান ঋষভ পন্থ খেললেন একেবারে মারকাটারি ভঙ্গীতে। কিন্তু হারালেন শতরান। ৮৪ বলে তিনি করলেন ৯২।

রাজকোট টেস্ট, শতরান পেলেন কোহলি, হারালেন ঋষভ পন্থ

প্রথম দিনের মতোই এদিনও ওয়েস্ট ইন্ডিজ বোলিংয়ে কোনও প্রকার ভেদ শক্তি দেখা যায়নি। এতটুকু সমীহ আদায় করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। কোহলি ৭২ থেকে রানটা বাড়িয়ে নিয়ে গেলেন ১২০-তে। তবে এদিন প্রথম সেশনে তাঁকে ছাপিয়ে গেলেন ভারতের তরুণ উইকেট রক্ষক ঋষভ পন্থ। একেবারে ছাড়খাড় করে দিলেন ওয়েস্ট ইন্ডিজ বোলিং।

তাঁর দুর্দান্ত স্ট্রোকপ্লের সাক্ষি থাকল রাজকোট। তাঁর দুরন্ত ব্যাটিং প্রদর্শনে মুগ্ধ ভারত অধিনায়ক যেন ইচ্ছে করেই একটু পিছিয়ে থাকলেন। ননস্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে উপভোগ করলেন পন্থের ব্যাটিং। ৫৬ বলেই এদিন অর্ধশতরান পার করে ফেলেন তিনি। পরের ৪২ রান আসে মাত্র ২৮ বলে। যখন সবাই ধরেই নিয়েছেন জীবনের প্রথম দুই টেস্টেই শতরান পাচ্ছেন তিনি, তখনই দেবেন্দ্র বিশুর একটি ফ্লাইটেড ডেলিভারিতে পরাস্ত হন তিনি।

বলটি লঙ অনের উপর দিয়ে ওড়াতে গিয়েছিলেন তিনি। কিন্তু, বলের ফ্লাইট মিস করায় তা তার ব্যাটের বাইরের কানায় লেগে সোজা চলে যায় পয়েন্টে দাঁড়ানো কীমো পলের হাতে। ফলে নিশ্চিত শতরান ফেলে আসেন তিনি। তবে তার আগে পঞ্চম উইকেটে জুটিতে তিনি ও কোহলি মিলে ১৩৩ রান যোগ করেন।

ওই একটি উইকেট ছাড়া ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এদিন বলার মতো কিছুই নেই। তবে মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে কোহলিকে আউট করার সহজ সুযোগ এসেছিল তাদের হাতে। ইনিংসের ১১৫তম ওভারে দেবেন্দ্র বিশুর নিজের বলেই একটি ফিরতি ক্যাচ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তা তালু বন্দি করতে পারেননি বিশু। সেই সময়ে কোহলি ১১৪ রানে ব্যাট করছিলেন। ভারত অধিনায়ক কিন্তু এরকম সুযোগ বারবার দেন না। পন্থের পর কোহলির সঙ্গে ইনিংস টেনে নিয়ে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা।

English summary
The match report of India vs West Indies Rajkot test at the second day's lunch break.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X