For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজকোট টেস্ট, মধ্যাহ্নভোজের আগেই ফলোঅনে ওয়েস্ট ইন্ডিজ, এখনও পিছিয়ে ৪৩৫ রানে

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ রাজকোট টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচ রিপোর্ট। 

Google Oneindia Bengali News

প্রত্যাশা মতোই এদিন মধ্যাহ্নভোজের আগেই ওয়েস্ট ইন্ডিজের লেজ ছেঁটে দিলেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনের শেষে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ৯৪। সেখান থেকে প্রথম ইনিংসের রানটাকে রোস্টন চেজ (৫৩) ও কীমো পল (৪৭) ১৮১ পর্যন্ত টেনে নিয়ে গেলেন।দ্বিতীয় ইনিংসেও প্রথম থেকেই উইকেটের পতন শুরু হয়েছে। ক্রেইগ ব্রেথওয়েট ১০ রানে ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। দ্বিতীয় ইনিংসে তাদের রান আপাতত ৩৩-১। ভারতের থেকে তারা এখনও ৪৩৫ রানে পিছিয়ে।

রাজকোট টেস্ট, ফলোঅনে ওয়েস্ট ইন্ডিজ, পিছিয়ে ৪৩৫ রানে

প্রথম দুদিনেই ম্যাচের রাশ হাতে নিয়ে নিয়েছিল ভারত। দ্বিতীয় দিনের শেষ সেশনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে মনে হয়েছিল যেন খেলার ইচ্ছেটাই তারা হারিয়ে ফেলেছে। তৃতীয় দিনের প্রথম সেশনে কিন্তু কিছুটা হলেও পরিকল্পনার ছাপ দেখা গেল তাদের খেলায়। ওয়েস্ট ইন্ডিজ জানত তাদের ইনিংস বেশিক্ষণ টিকবে না। তাই তাদের লোয়ার অর্ডার পাল্টা আক্রমণের রাস্তায় গেল। আর সেভাবেই এদিন তারা আরও ৮৭টি রান জুড়ল তাদের ইনিংসে।

কিন্তু তা অবশ্যই যথেষ্ঠ নয়। ৪৬৮ রানে এগিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন করাতে ভারতীয় দলের মনে কোনও দ্বিধা ছিল না। তবে এদিন সামান্য হলেও ভারতীয় বোলারদের হতাশা বাড়িয়ে তুলেছিলেন দ্বিতীয়দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রোস্টন চেজ ও কীমো পল। দুজনে ৭৩ রানের জুটি গড়লেন। কূলদীপকে তীব্র আক্রমণের মুখে পড়তে হল। কিন্তু তা সত্ত্বেও ভারতকে বিচলিত দেখায়নি। কারণ উইকেট পড়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা।

অবশেষে উমেশ যাদবের বলে পুজারার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পল। তাঁর আউট হওয়ার পরই চেজ তাঁর ষষ্ঠ টেস্ট শতরান সম্পূর্ণ করেন। তবে তারপরই আরর অশ্বিনের একটি অসাধারণ ডেলিভারিতে ফিরে যান তিনি।

অশ্বিন একটি ফ্লাইটেড ডেলিভারিতে তাঁকে এগিয়ে এসে মারার জন্য প্রলুব্ধ করেছিলেন। ফাঁদে পা দেন চেজ। কিন্তু বলটি শেষ মুহূর্তে ডিপ করে এবং অনেকটা ঘুরে চেজকে বোকা বানিয়ে তাঁর উইকেট ভেঙে দেয়। শেরমন লুইস ও শ্যানন গেব্রিয়েলকে অশ্বিন তুলে নেন দুটি ক্যারম বলে। ৪৮ ওভারেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।

তবে প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও জাদু দেখাতে শুরু করেছেন অশ্বিন। প্রথম দিকে অবশ্য তাঁকে ১টি ৪ ও ১টি ৬ মেরে দারুনভাবে শুরু করেছিলেন পাওয়েল। তাঁর ও ব্রেথওয়েটের জুটিকে দ্বিতীয় ইনিংসে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। কিন্তু অশ্বিনের একটি লেন্থ বল পড়তে না পেরে ব্রেথওয়েট (১০) শর্টলেগে পৃ্থ্বী শ-এর হাতে ধরা পড়েন। ম্যাচের ৫ নম্বর উইকেট আসে অশ্বিনের ঝুলিতে।

পাওয়েল অশ্বিনের বিরুদ্ধে আক্রমণাত্মক খেললেও কূলদীপের বলে তাঁকে দিশেহারা লেগেছে। কাজেই আক্রমণাত্মক খেলে কতদূর তারা দ্বিতীয় ইনিংসকে টানতে পারবেন, সেটাই দেখার। তবে সাম্প্রতিক অতীতে কিন্তু বেশ কয়েকবার ওয়েস্ট ইন্ডিজ দলকে দ্বিতীয় ইনিংসে ভাল খেলতে দেখা গিয়েছে।

English summary
The match report of India vs West Indies Rajkot test at the third day's lunch break.
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X