For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: বাদ পড়লেন শিখর ও করুণ নায়ার, প্রথমবার দলে ডাক পেলেন মায়াঙ্ক ও সিরাজ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের জন্য ঘোষিত ভারতের সম্পূর্ণ দল।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড সফরের পর শিখর ধাওয়ানের বাদ পড়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছিল, বাস্তবে তাই ঘটল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে বাদ পড়লেন তিনি। অপরদিকে, ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার পুরস্কার পেলেন মায়াঙ্ক আগরওয়াল ও মহম্মদ সিরাজ। এই সিরিজে নির্বাচকরা বিশ্রাম দিয়েছেন পেস জুটি ভূবি-বুমরাকেও। মহম্মদ শামিই ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: বাদ পড়লেন শিখর ও করুণ নায়ার

এশিয়া কাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন শিখর ধাওয়ান। কিন্তু সেটা সাদা বলের খেলা। ইংল্যান্ড টেস্ট সিরিজে ৮ ইনিংস খেলে তিনি করেছিলেন মাত্র ১৬২ রান। অন্যদিকে মায়াঙ্ক গত রঞ্জি ট্রফির সর্বোচ্চ রানসংগ্রাহক। ৮ ম্যাচে তিনি করেছেন ১১৬০ রান।

দলে রেখে দেওয়া হয়েছে পৃথ্বী শ-কেও। ইংল্যান্ডে একটি টেস্টেও প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। এবার ধাওয়ান না থাকায় অবশেষে ভারতের হয়ে, লোকেশ রাহুলের সঙ্গে তিনি ওপেন করার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ড সফরের শেষ টেস্টের ইনিংস আপাতত রাহুলের জায়গা বাঁচিয়ে দিয়েছে।

তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে খুবই ভাল খেলতে হবে। মায়াঙ্ক রয়েছেন দলে। শুধু গত রঞ্জিতে ধারাবাহিক রান করাই নয়, তিনি এই মুহূর্তে খুবই ভাল ফর্মে আছেন। মায়াঙ্ক ও পৃথ্বি দুজনেই ভারত এ দলের হয়ে ইংল্যান্ড সফরে দারুন খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোর্ড একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে শনিবারই তিনি চমৎকার ৯০ রান করেছেন।

দলে আরেক নতুন মুখ জোরে বোলার মহম্মদ সিরাজ। সাম্প্রতিক চতুর্দেশীয় সিরিজে ভারত এ দলের হয়ে তিনি অস্ট্রেলিয়া এ, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে অসাধারণ বল করেছেন। এমনকী একটি ম্যাচে ৫৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৮টি উইকেট!

গত তিন-চার মাসে একের পর এক জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পেয়েছেন। এরপর প্রশ্ন উঠে গিয়েছে ভারতীয় বোর্ডের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পলিসি নিয়ে। এই সিরিজের আগে বোর্ড কর্তারা মনে করছেন ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরার উপর গত কয়েক মাসে বড্ড বেশি চাপ গিয়েছে। কার্যনির্বাহী সেক্রেটারি অমিতাভ চৌধুরি জানিয়েছেন অস্ট্রেলিয়া সফরের আগে তাদের ঝড়ঝড়ে রাখতে এই সিরিজে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া চোট রয়েছে হার্দিক ও ইশান্ত শর্মার।

তবে সবচেয়ে করুণ অবস্থা করুণ নায়ারের। ইংল্যান্ড সফরে একটিও ম্যাচও খেলার সুযোগ পাননি। অথচ পরের সিরিজেই তাঁকে দল থেকে বাদ দেওয়া হল। তাঁর বাদ পডড়ার পিছনে যুক্তি কী, তা জানা যায়নি। তবে সম্ভবত টেস্টে ত্রিশতরান করা নায়ারের থেকে ওভাল টেস্টে অভিষেকে অর্ধশতরান করা হনুমা বিহারীকে তাঁর জায়গায় অগ্রাধিকার দেওয়া হয়েছে।

স্পিন বিভাগে অবশ্য কোনও নতুন চমক নেই। মূল দায়িত্ব রয়েছে সেই আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজার উপরই। তাঁদের সঙ্গে রয়েছেন চায়নাম্যান কূলদীপ যাদবও।

আগামী ৪ অক্টোবর থেকে রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। পরের টেস্ট ১২ অক্টোবর থেকে, হায়দরাবাদে।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সম্পূর্ণ স্কোয়াড -

বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, পৃথ্বী শ, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হুনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, শর্দুল ঠাকুর

English summary
Here is the complete squad of India for India vs West Indies Test Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X