For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: এই রেকর্ডগুলি ভাঙা স্রেফ সময়ের অপেক্ষা, তৈরি রয়েছেন বিরাট কোহলি

৬টি একদিনের ক্রিকেটের রেকর্ড যেগুলি বিরাট কোহলি আসন্ন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভেঙ্গে দিতে পারেন।
 

  • |
Google Oneindia Bengali News

রবিবার থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ওডিআই সিরিজ। বলাই বাহুল্য এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই মুহূর্তে ২৯ বছরের কোহলিই একদিনের ক্রিকেটে ব্যাটসম্য়ানদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন।

কোহলি এখন এমন এক জায়গায় পৌঁছে গিয়েছেন যে ইদানিং তিনি ব্যাট করতে নামলেই একের পর এক রেকর্ড হয় গড়ছেন, নইলে ভাঙছেন। ভারতীয় বোর্ড বলেছে বিশ্বকাপের আগে সিনিয়র খেলোয়াড়দের তারা পর্যাপ্ত বিশ্রাম দিতে চায়। কোহলি প্রথম দুই একদিনের ম্যাচে দলে থাকলেও সিরিজের শেষ ম্যাচগুলিতে নাও খেলতে পারেন। কিন্তু যদি ৫টি ম্যাচই তিনি খেলেন, তাহলে কিন্তু বেশ কয়েকটি রেকর্ডের হাতছানি থাকছে তাঁর সামনে।

ফ্যাশন শো

ফ্যাশন শো

লুধিয়ানায় ফ্যাশন শো-এ রাম্পে হাঁটলেন অ্যাসিড হামলায় শিকার মহিলা।

১০,০০০ রানের ক্লাব

১০,০০০ রানের ক্লাব

একদিনের ম্যাচে ১০,০০০ রানের গণ্ডি টপকাতে কোহলির আর মাত্র ২২১ রান প্রয়োজন। আপাতত তিনি ৯৭৭৯ রানে রয়েছেন। ক্রিকেট ইতিহাসে ভারতের মাত্র ৪ ব্য়াটসম্য়ানের ১০,০০০ এর উপর রা রয়েছে - সচিন তেন্ডুলকর (১৮,৪২৬), সৌরভ গঙ্গোপাধ্য়ায় (১১,৩৬৩), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯) ও এমএস ধোনি (১০,১২৩)। আর সারা বিশ্বে এই রেকর্ড আছে এই ৪ জনকে নিয়ে মোট ১২ জনের।

বিশ্ব রেকর্ড

বিশ্ব রেকর্ড

কোচি: করন জোহর এবং এসএস রাজামৌলি-র ছবি বাহুবলী বিশ্বের সবচেয়ে বড় পোস্টারের রেকর্ড গড়তে চলেছে।

স্টিভ ওয়াকে টপকানো

স্টিভ ওয়াকে টপকানো

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়ার সম্মিলিত (টেস্ট ও একদিনের ম্যাচ) আন্তর্জাতিক রান টপকে যেতে কোহলির আর দরকার ২৮৫ রানের। কোহলি বাড়তি খেলেছেন টি২০। তিন ফর্ম্যাট িলিযে কোহলির বর্তমান আন্তর্জাতিক রান ১৮,২১২।

প্লাস্টিক বিরোধিতা

প্লাস্টিক বিরোধিতা

ভাদোদরায় প্লাস্টির ব্যবহারের বিরুদ্ধে প্রচার শিবির চালাচ্ছে পড়ুয়ারা। বিলি করা হচ্ছে বর্জ্য কাগজ দিয়ে তৈরি ব্যাগ।

সচিনকে টপকানো

সচিনকে টপকানো

এখনও অবধি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী সচিন তেন্ডুকর। ৩৯ ম্যাচে তিনি ১৫৭৩ রান করেছেন। কোহলি কিন্তু রয়েছেন সামান্য পিছনে, ২৭ ম্যাচে ১৩৮৭ রান। অর্থাত আর ১৮৭ রান করলেই তিনি সচিনে টপকে যাবেন।

বিদ্যুৎস্পৃষ্ট হাতি

বিদ্যুৎস্পৃষ্ট হাতি

দলমা অভয়ারণ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পূর্ণবয়স্ক এক হাতির।

৫০ টি অর্ধশতরান

৫০ টি অর্ধশতরান

আর মাত্র ২টি অর্ধশতরান করলেই একদিনের ক্রিকেটে ৫০টি অর্ধশতরানের ইনিংস খেলার রেকর্ড স্পর্শ করবেন বিরাট কোহলি। তাঁর আগে আরও ৬ বারতীয় ব্যাটসম্য়ান এই রেকর্ড করেছেন - সচিন, সৌরভ, দ্রাবিড়, ধনি, মহম্মদ আজহারউদ্দীন ও যুবরাজ সিং।

ধস

ধস

কালিম্পং: সিকিমি চীনের সীমান্তবর্তী এলাকায় বিশাল ধস। বিচ্ছিন্ন, যোগাযোগ।

২০১৮ ক্যালেন্ডার বর্ষে ১০০০ ওডিআই রান

২০১৮ ক্যালেন্ডার বর্ষে ১০০০ ওডিআই রান

আর ২৫১ রান করলেই কোহলি ২০১৮ ক্যালেন্ডার বর্ষে একদিনের ক্রিকেটে ১০০০ রান সম্পূর্ণ করবেন। এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তিনি এই বছর টেস্টে ১০০০ রান টপকেছেন। একদিনের ক্রিকেটে এই বছর শুধুমাত্র জনি বেয়ারস্টোই ১০০০ রান করতে পেরেছেন।

বোমা উদ্ধার

বোমা উদ্ধার

পাডুইয়ে তৃণমূলের পার্টি অফিস থেকে বোমা উদ্ধার করল পুলিশ। সাত্তোরের তৃণমূল অফিসে মিলল ২০ টি বোমা। কোনও আগ্নেয়াস্ত্র মেলেনি দাবি পুলিশের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের।

সাত্তোরে রুদ্ধ গণতন্ত্র

সাত্তোরে রুদ্ধ গণতন্ত্র

সাত্তোরে বোমা উদ্ধার কাণ্ডে গ্রেফতার সাত্তোরের নির্যাতিতা। নির্যাতিতাকে আজই পেশ করা হল আদালতে। সংবাদমাধ্যমকে সিউড়ি আদালতে ঢুকতে বাধা পুলিশের। গ্রেফতার হওয়া সাত্তোরের নির্যাতিতার জামিনের আবেদন খারিজ। জামিন মিলল না নির্যাতিতার স্বামী ও শ্বাশুড়িরও।

ব্যাপম দুর্নীতি

ব্যাপম দুর্নীতি

মধ্যপ্রদেশের ব্যাপম দুর্নীতিতে নয়া মোড়। শনিবার এই দুর্নীতিতে পীড়িত মেয়েটির মা-বাবার সাক্ষাৎকার নেওয়ার পরই আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল এক টেলিভিশন সাংবাদিকের। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দেশ।

ডিনের মৃত্যু

ডিনের মৃত্যু

জবলপুরে এনএস মেডিক্যাল কলেজের ডিন ডাঃ অরুণ শর্মার মৃতদেহ উদ্ধার উপ্পল হোটেল থেকে। ব্যাপম দুর্নীতিতে অভিযুক্তের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে সন্দেহভাজন ছিলেন ডিন।

প্রতিবাদ মিছিল

প্রতিবাদ মিছিল

লখনউ : উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরোধিতায় বিজেপির প্রতিবাদ মিছিল।

English summary
6 ODI records that Virat Kohli can break in the upcoming India Vs West Indies series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X