For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: বিরাটে ১, উইলিয়ামস ১!

জমে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি মহারণ। হায়দরাবাদে বিরাটের ৯৪ রানের দুরন্ত ইনিংসে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল ভারত। পাল্টা তিরুবনন্তপুরমে
 ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ।

  • |
Google Oneindia Bengali News

জমে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি মহারণ। হায়দরাবাদে বিরাটের ৯৪ রানের দুরন্ত ইনিংসে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল ভারত। পাল্টা তিরুবনন্তপুরমে ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের ফল এখন ১-১।মুম্বইয়ে ১১ ডিসেম্বর সিরিজ ফয়সলার ম্যাচ। সেই ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজ জিততে চলেছে।

বিরাট বনাম উইলিয়ামস

অন্যদিকে সিরিজের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বিরাট বনাম উইলিয়ামস ডুয়েল। দুই ক্রিকেটারের একে অন্যকে স্লেজিং অন্য পর্যায় পৌঁছে গিয়েছে।

প্রথম টি-টোয়েন্টিতে বিরাট ১-০ এগোয়

হায়দরাবাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে উইলিয়ামসকে ছক্কা হাঁকিয়ে চিঠি সেলিব্রেশন করেন বিরাট। কেন এই অভিনব সেলিব্রেশন জানতে চাইলে বিরাট বলেছিলেন, ২০১৭ সালে কোহলিকে আউট করে উইলিয়ামস এমন সেলিব্রেশন করেছিলেন। তারই জবাব দিয়ে এবার পাল্টা ভারতের মাটিতে উইলিয়ামসের বলে ছক্কা হাঁকিয়ে সেই সেলিব্রেশেন করেন বিরাট। দুই ক্রিকেটারের একে অন্যকে স্লেজিংয়ের লড়াইয়ে ১-০ এগিয়ে যায় বিরাট।

স্কোরলাইন ১-১ করল উইলিয়ামস

তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিরাট বনাম উইলিয়াম ডুয়েলে স্কোরলাইন এখন ২-২। দ্বিতীয় ম্যাচ স্লোয়ার বলে মাথা খাটিয়ে বিরাটকে আউট করেন উইলিয়ামস। কোহলিকে ১৯ রানের মাথায় আউট করে দ্বিতীয় ম্যাচে অবশ্য চিঠি সেলিব্রেশন থেকে উইলিয়ামস বিরত থাকেন। সেলিব্রেশন না করলেও মুখ হাত দিয়ে চুপ থাকার ইঙ্গিত দিয়েছেন। মাঠে ক্রিকেটারদের মুখ নয়, ব্যাট-বলই কথা বলুক! সেলিব্রেশনে এমনটাই ইঙ্গিত উইলিয়ামসের।

শেষ হাসি কার

শেষ পর্যন্ত বিরাট বনাম উইলিয়ামস ডুয়েলে সিরিজের তৃতীয় ম্যাচে কে শেষ হাসি হাসে সেটাই এখন দেখার। দুই ক্রিকেটারের স্লেজিং ডুয়েলের স্কোরলাইন এখন ১-১।

English summary
india vs west indies: virat kohli scores 1, Williams back scoreline with 1-1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X