For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোলাররা নয় ব্যাটসম্যানরাই চিন্তার কারণ, উমেশের জবাব নেই, আর কী বললেন অধিনায়ক কোহলি

ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পর কী বললেন বিরাট কোহলি। 
 

  • |
Google Oneindia Bengali News

রাজকোটের পর হায়দরাবাদ, ফের তিনদিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে ঘরের মাঠে ২ টেস্টের ছোট্ট সিরিজ সহদেই জিতে নিল ভারত। এই মুহূর্তে ভারত টেস্টের একনম্বর দল। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রমতালিকায় রয়েছে ৮ নম্বরে। কাজেই ঘরের মাঠে এই ফলই প্রত্য়াশিত ছিল।

কিন্তু সামনেই আসছে কঠিন পরীক্ষা। অস্ট্রেলিয়া সিরিজ। বিরাট কোহলি ব্রিগেড ঘরের মাঠে একের পর এক সিরিজ জিতলেও এখনও বিদেশে বলার মতো কিছু করে উঠতে পারেনি। ইংল্যান্ড সফরে তো হারতে হয়েছএ ৪-১ ফলে। কাজেই হায়দরাবাদ টেস্ট জয়ের পর সাংবাদিক সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠল পরের সফরের প্রসঙ্গও।

ফটোশুট

ফটোশুট

একটি পত্রিকার কভার ফটোতে শাহিদ ও করিনা।

ব্যাটসম্য়ানদের খেলা ধরে রাখতে হবে অস্ট্রেলিয়াতেও

ব্যাটসম্য়ানদের খেলা ধরে রাখতে হবে অস্ট্রেলিয়াতেও

গত কয়েক সিরিজ ধরে দেখা গিয়েছে ব্যাটসম্যানরা ঘরোয়া সিরিজে সফল হলেও বিদেশের মাটিতে খেলতে গেলেই মুখ থুবড়ে পড়েছেন। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারত অধিনায়ক। তিনি জানিয়েছেন রাজকোটের থেকে হায়দরাবাদে ব্যাটিং কঠিন ছিল। বস্তুত দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে একটা সময় পর পর ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে রাহানে ও পন্থ ভারতীয় ব্যাটিংকে স্থিতি দেন। কোহলি এই ব্যাটসম্য়ানদের এই লড়াকু নাছোড় মনোভাবেরই বহিপ্রকাশ চাইছেন বিদেশের মাটিতেও।

ডেট করার সময়

ডেট করার সময়

যখন শাহিদ ও করিনা একে অপরকে ডেট করতেন এই ছবি সেই সময়ের।

'জিঙ্কস'-কে নিয়ে চিন্তায় নেই কোহলি

'জিঙ্কস'-কে নিয়ে চিন্তায় নেই কোহলি

গত বেশ কয়েক মাস ধরে হঠাতই ফর্ম হারিয়েছেন আজিঙ্কা রাহানে। বিশেষজ্ঞরা বারবার বলেছেন, টেকনিকে কোনও সমস্যা নেই তাঁর, সমস্যাটা মানসিক। আত্মবিশ্বাসের অভাবেই ভারতের সহঅধিনায়কের ব্যাটে রান হারিয়ে গিয়েছে। এই ম্যাচে অবশ্য চাপের মুখে পন্থকে নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন আজিঙ্কা। চমৎকার ৮০ রান করেন। কোহলি কিন্তু তাঁর ডেপুটিকে নিয়ে আদৌ চিন্তিত নন। তিনি বলেছেন, 'জিঙ্কস দারুণ ব্যাট করছে। নটিংহামে ও রান করেছিল বলেই আমরা জিতেছিলাম। এই সিরিজের আগে ও রান করতে চেয়েছিল। পন্থের সঙ্গে ও যে পার্টনারশিপ গড়েছিল, সেরকমটা আমরা আরও বেশই করে দেখতে চাই।'

জব উই মেট

জব উই মেট

জব উই মেট শুটিংয়ের সময় তোলা এই ছবিটি।

নতুনরা সুযোগ লুফে নিয়েছে

নতুনরা সুযোগ লুফে নিয়েছে

গত তিন টেস্টে ভারত ৪ নতুন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়েছে। একমাত্র শর্দুল ঠাকুর চোট পেয়ে ছিটকে যাওয়া ছাড়া বাকি তিনজন - হনুমা বিহারী, ঋষভ পন্থ ও পৃথ্বী শ, সুযোগ পেয়েই ভাল খেলেছেন। হনুমা ওভাল টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান করেন। ঋষভ অভিষেকেই ওভাল টেস্টে চাপের মুখে তরান করেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দুই টেস্টেই করেছেন নব্বইয়ের ঘরে রান। আর পৃথ্বী শ তো এখন ভারতীয়দের ক্রিকেট আলোচনার কেন্দ্রেষ প্রথম সিরিজেই ম্য়ান অব দ্য সিরিজ হয়েছেন। এই তরুণদের নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক। তিনি বলেছেন, 'নতুনরা সুযোগ পেয়েই তাকে যেভাবে কাজে লাগিয়েছে তা অত্যন্ত ইতিবাচক।'

ধোঁকা

ধোঁকা

সত্যিই কী শাহিদকে ধোঁকা দিয়েছিলেন করিনা?

অসাধারণ উমেশ

অসাধারণ উমেশ

হায়দরাবাদ টেস্টের পর অধিনায়ক সবচেয়ে বেশি মুগ্ধ উমেশ যাদবকে নিয়ে। ম্যাচের একেবারে শুরুতে শর্দুল ঠাকুর চোট পেয়ে বেড়িয়ে যাওয়ার পর যেভাবে তিনি ভারতের জোরে বোলিংয়ের দায়িত্ব একার কাঁধে তুলে নেন তার ভূয়সী প্রশংসা করেছেন বিরাট। হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে উমেশ নিয়েছিলেন ৬টি উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও ৪টি উইকেট তুলে নিয়ে মোট ১০ উইকেট নিয়েছেন এই ম্যাচে। দেশের মাটিতে তৃতীয় পেসার হিসেবে এক টেস্টে ১০ উইকেট দখল করলেন তিনি।

পিগি চপসের সঙ্গে

পিগি চপসের সঙ্গে

প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কার সঙ্গে খেলার মাঠে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছেন।

চিন্তা বাড়ল নির্বাচনদের

চিন্তা বাড়ল নির্বাচনদের

ভূবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মারা ছিলেনই। এবার সেই তালিকায় জুড়ল উমেশের নামও। জোরে বোলাররা দেশে-বিদেশে সব জায়গায় ভাল পারফর্ম করছেন। কেউ এগিয়ে পিছিয়ে নেই। ফলে নির্বাচকদের কাজটা কঠিন হয়ে গিয়েছে। সেটা বিরাটও মানছেন। তবে তিনি বলছেন, 'ভাল জোরে বোলারের জন্য হাপিত্যেশ করার থেকে, কাকে ছেড়ে কাকে নেব - এই অবস্থাটা অনেক বেশি ভাল।'

একসঙ্গে

একসঙ্গে

একটি অনুষ্ঠানে একসঙ্গে শাহিদ-প্রিয়াঙ্কা।

কাছাকাছি

কাছাকাছি

শাহিদ-প্রিয়াঙ্কা যখন ডেট করছিলেন তখনকার ছবি, গাড়িতে একেবার একে অপরের গা ঘেঁষে বসেছেন দুজনে।

বিমানবন্দরে

বিমানবন্দরে

বিমানবন্দরেও একসঙ্গে দেখা গেল শাহিদ-প্রিয়াঙ্কাকে।

English summary

 What Virat Kohli has said after winning the series against West Indies at home. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X