For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের শৃঙ্গ ছোঁয়ার ম্যাচে জয় অধরা ভারতের, ধুন্ধুমার লড়াইয়ে ম্যাচ অমিমাংসিত

বিরাটের শৃঙ্গ ছোঁয়ার ম্যাচে ধুন্ধুমার লড়াই হল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই চলল। টানটান উত্তেজনা।

  • |
Google Oneindia Bengali News

বিরাটের শৃঙ্গ ছোঁয়ার ম্যাচে ধুন্ধুমার লড়াই হল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই চলল। টানটান উত্তেজনা। শেষপর্যন্ত ডেথ ওভারের অসাধারণ বোলিং আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচে ফিরলেও জয় হাসিল করতে ব্যর্থ হল টিম ইন্ডিয়া। সেট ব্যাটসম্যান হোপকে বেঁধে রেখেও ম্যাচ টাই হল।

বিরাটের শৃঙ্গ ছোঁয়ার ম্যাচে জয় অধরা ভারতের

এদিন টসে জিতে ব্যাট করতে নামে ভারত। ওয়েস্টইন্ডিজের সামনে ৩২২ রানের লক্ষ্যমাত্রা রাখে বিরাটের ভারত। ব্যাট করতে নেমে প্রথম থেকেই চালিয়ে খেতলে থাকেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। নির্দিষ্ট ব্যবধানে তিনটি উইকেট খোয়ালেও চতুর্থ উইকেটে হোপ ও হেটমায়ার অসাধারণ ক্রিকেটের নমুনা রাখেন।

প্রথমে ব্যাট করতে নেমে ভারেতর দুই ওপেনার রোহিত শর্মা (৪) ও শিখর ধাওয়ান (২৯) তাড়াতাড়ি ফিরে যান। তিন নম্বরে নেমে কোহলি ব্যাটিংয়ের হাল ধরেন অম্বাতি রায়াডুকে নিয়ে। রায়াডু দারুণ খেলছিলেন। তবে নার্সের বলে স্যুইপ করতে গিয়ে ৭৩ রানে ফিরে যান। তবে কোহলি ভুল করেননি। কেন তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যান তা ফের বুঝিয়ে দিলেন এদিন।

১২৯ বলে ১৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে গেলেন তিনি। মাঝে মহেন্দ্র সিং ধোনি (২০), ঋষভ পন্থ (১৭), রবীন্দ্র জাদেজা (১৩)-রা কোহলির সঙ্গে ছোট ছোট পার্টনারশিপ গড়েন। অর্ধশতরানের আগেই কোহলির ক্যাচ ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তারই খেসারত দিল দল।

কোহলি একার কাঁধে দায়িত্ব নিয়ে তিনশো পার করিয়ে দিলেন। ভারত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যাশলে নার্স ও ওবেড ম্যাককয় ২টি করে উইকেট নিয়েছেন। মার্ল স্যামুয়েলস ও কেমার রোচ ১টি করে উইকেট পেয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে ৭৮ রানের মধ্যে তিনটি উইকেট খুইয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তারপর হোপ আর হেটমেয়ার জুটি জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে থাকেন ওয়েস্টইন্ডিজকে। হেটমেয়ার ৬৪ বলে ৯৪ রান করেন। নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করেন চাহালকে মাঠের বাইরে ফেলতে গিয়ে। তবে হোপই ওসেটইন্ডিজের আশা জিইরে রাখেন শেষপর্যন্ত। কুলদীপ তিনটি উইকেট পান ৬৭ রান দিয়ে। চাহাল ও স্বামী একটি করে উইকেট পান।

English summary
India and West indies second One Day International is tie. Two team show tough fight in this match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X