For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোলাপি বলের টেস্ট : জেনে নিন কলকাতার আবহাওয়া পূর্বাভাস ও ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

ইডেনে ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট, জেনে নিন আবহাওয়া পূর্বাভাস ও ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার মধ্যে ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ ঘিরে গোলাপি কলকাতায় উন্মাদনা তুঙ্গে উঠেছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন প্রায় সব সেলেব্রিটিরা। সকাল থেকেই মাঠে ভিড় জমাতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক আজ কলকাতায় কেমন থাকবে আবহাওয়া, মুখোমুখি দুই দলের পরিসংখ্যান ও সম্ভাব্য প্রথম একাদশ।

চওড়া কপাল

চওড়া কপাল

আঙুল দিয়ে মাপুন, চার আঙ্গুলের থেকেও চওড়া কপাল, তবে বলতেই হচ্ছে আপনার ভাগ্যও কিন্তু বেশ চওড়া। বিশেষজ্ঞদের মতে এই চওড়া কপালধারী নারী অথবা পুরুষ বুদ্ধিধারী মানবের প্রতীক হন। তাঁদের বুদ্ধিমত্বা বাকিদের কাছে ইর্ষণীয়। মেয়েরা অনেকেই বড় কপাল ঢেকে রাখেন তাঁদের কেশের আবরণে, তাঁদের জন্য অবশ্যই বলতে হয়, আপনাদের এমন কিছু স্বজ্ঞাত প্রতিভা আছে, যা বাকিদের নেই বা সচরাচর থাকে না। তাই কপাল ঢেকে না রেখে আত্মবিশ্বাসকে প্রশয় দিন।


কেমন মানুষ হন এই চওড়া কপালওয়ালা মানুষরা?
প্রেম পেতে ভীষণ পছন্দ করেন এরা। সবসময়ই প্রিয়জন দ্বারা পরিবেষ্টিত থাকাই এদের স্বভাব। এনাদের পছন্দ করেন সবাই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৬৮ শতাংশের মধ্যে থাকবে। আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। অর্থাৎ আজ ইডেনে যাঁরা ম্য়াচ খেলবেন বা যাঁরা খেলা দেখবেন, তাঁদের জন্য আবহাওয়া অসুবিধার কারণ হবে না বলেই জানানো হয়েছে।

সোজা কপাল

সোজা কপাল

স্ট্রেট। খানিকটা স্ট্রেট ড্রাইভের মতই, একেবারে সোজা। এমন কপাল যাদের আছে তাঁরা তাঁদের কপালের মতই সোজা কথার মানুষ। তাঁদের চরিত্র, প্রকৃতি অদমনীয়। এনারা নিজের কথায় অবিচল। তবে এনারা অবশ্যই খোলামেলা মনের মানুষ।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

২০০০ সালে ঢাকায় ভারতের বিরুদ্ধেই প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেটি ভারতের অধিনায়ক হিসেবে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম টেস্ট ছিল। তারপর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ১০টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৮টি ম্যাচে জিতেছে ভারত। ২টি ম্যাচ অমীমাংস থেকেছে।

সরু কপাল

সরু কপাল

সরু কপালেরে মানুষ একটু বেশি আবেগপ্রবণ হন। মনের কথা দিয়েও জীবন চলে, মাথা দিয়ে কাজ খুবই কম করেন এনারা। খুব বেশি ভিড়ে এই মানুষগুলো থাকতে একেবারেই পছন্দ করেন না।

গাঙ্গুলি-দুর্জয় ট্রফি

গাঙ্গুলি-দুর্জয় ট্রফি

এই টেস্ট সিরিজের আগে ২০১৬-১৭ মরশুমে দুই দেশ শেষবার পাঁচ দিনের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। সেই বছর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্য অনুষ্ঠিত টেস্ট সিরিজের নামকরণ হয় গাঙ্গুলি-দুর্জয় ট্রফি। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নইমুর রহমান দুর্জয়ের নামানুসারে এই সিরিজের নামকরণ করা হয়েছে।

চাঁদের মত কপাল

চাঁদের মত কপাল

অর্ধচন্দ্রাকৃতি। অর্থাৎ একটু বাকানো। মনের কথায় চলেন ঠিকই তবে পরিস্থিতি সামাল দিতে এনারা বেশ পটু। আর অবশ্যই বলতে হয় এই মানুষগুলো ভীষণ স্মার্ট। সুখী থাকতে চাইলেও এনাদের ইর্ষা আর নেতিবাচক ভাবনা এদের বাকিদের থেকে কিছুটা পিছিয়ে রাখে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা।

পর্বতাকৃতি কপাল

পর্বতাকৃতি কপাল

পাহাড়শৃঙ্গের মত দেখতে কপাল। আপনার এমন কপাল থাকলে আপনি অবশ্যই 'লাকি'। এই কপালের মানুষ খুব নম্র বিনয়ী হন। এই ধরনের মানুষগুলোর সবথেকে ইতিবাচক দিক, এনারা আত্মত্যাগী।

English summary
India will face Bangladesh in pink ball test at Eden Gardens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X