For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দল

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দল

  • |
Google Oneindia Bengali News

রবিবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। এদিন নিউজিল্যান্ডের জুনিয়র দলকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে। এর আগে পাকিস্তানকে হারিয়ে ভারত অনূূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দল

ম্যাচে এদিন টস জিতে নিউজিল্যান্ড দলকে বাংলাদেশ ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানায়। শুরু থেকেই এরপর কিউয়িদের জুনিয়র দলকে শাকিব-মুশফিকুরদের উত্তরসূরিরা চেপে ধরে। স্কোরবোর্ডে মাত্র ৫ রানের মাথাতেই নিউজিল্যান্ড তাঁদের প্রথম উইকেট হারায়।

এরপর ধারাবাহিকভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এসে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইখেট হারিয়ে কিউয়িরা ২১১ রানে তোলে। দলের হয়ে মিডল অর্ডারে বেকহ্য়াম গ্রিনাল ৭৫ রানের বড় ইনিংস না খেললে অনূর্ধ্ব-১৯ নিউজিল্যান্ড দল আরও আগেই গুটিয়ে যেতে পারত।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৪৫ রান খরচ করে ৩টি উইকেট পেয়েছেন। শামিমউল হোসেন ২টি উইকেট পান। হাসাদ মুরাদ ২টি উইকেট পেয়েছেন।

২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে এরপর ৪৪.১ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ দল ম্যাচ জিতে নেয়। সেমিফাইনালে দলের হয়ে মাহমুদুল হাসান জয় শতরান করেন। ১২৭ বল খেলে ১৩টি চারের সাহায্যে হাসান একশো রান করেন। মিডল অর্ডারে দুই ক্রিকেটার তৈহিদ হৃদয় ও শাহাদাত হুসেন, দুজনের ৪০ রান করে করেছেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চলে গেল বাংলাদেশ।

English summary
India will face Bangladesh in U19 WC Final,Bangladesh beat New Zealand U19 by 6 wkts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X