For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিন পরিবর্তিত হল ভারতের বিশ্বকাপ অভিযানের, জেনে নিন টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ কে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপ শুরু করতে চলেছে ভারত। প্রাথমিক ভাবে ২ জুন ভারতের প্রথম ম্যাচ হওয়ার কথা থাকলেও দিন পরিবর্তিত হয়ে সেই ম্যাচ হবে ৪ জুন।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপ শুরু করতে চলেছে ভারত। প্রাথমিক ভাবে ২ জুন ভারতের প্রথম ম্যাচ হওয়ার কথা থাকলেও দিন পরিবর্তিত হয়ে সেই ম্যাচ হবে ৪ জুন। লোধা কমিশনের নির্দেশ অনুযায়ী আইপিএল ফাইনাল এবং ভারতের কোনও আন্তর্জাতিক ম্যাচের মধ্যে কমপক্ষে ১৫ দিনের অন্তর থাকা প্রয়োজন, সেই কারণেই এই দিন পরিবর্তনের সিদ্ধান্ত। কলকাতায় চলা আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১ বিশ্বকাপ জয়ী ভারত ২০১৫ বিশ্বকাপে বিশেষ সুবিধা করতে না পারলেও আসন্ন বিশ্বকাপে গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মতো তারাও এই বার অন্যতম ফেভারিট।

দিন পরিবর্তিত হল ভারতের বিশ্বকাপ অভিযানের, জেনে নিন টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ কে

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক আধিকারিক পিটিআইকে বলেন, '২৯ মার্চ থেকে ১৯ মে এর মধ্যে ২০১৯ আইপিএল খেলা হবে। কিন্তু বিশ্বকাপ এবং আইপিএলের মধ্যে অন্ততপক্ষে ১৫ দিনের অন্তর থাকতে হবে। তাই ৪ জুনই আমরা খেলতে পারব। এর আগে ২ জুন আমাদের খেলা থাকলেও সেটা খেলা আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই এই পরিবর্তন। বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ যে দক্ষিণ আফ্রিকা হতে চলেছে সেই বিষয়ে তিনিই প্রথম জানান।'

দশ দলের এই বিশ্বকাপ শুরু হবে আগামী বছর অর্থাৎ ২০১৯-এর ৩০ মে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। ইংল্যান্ড এবং ওয়েলসের মোট ১২টি মাঠে হবে বিশ্বকাপের খেলা। গোটা টুর্নামেন্টে মোট ৪৮টি ম্য়াচ খেলা হবে। যার মধ্যে ৪৫টি হবে গ্রুপ পর্যায়। পরবর্তী তিনটির মধ্যে দু'টি সেমিফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচ হবে। গ্রুপ স্টেজের ৪৫টি ম্যাচ শেষে গ্রুপের শীর্ষে থাকা চারটি দলকে নিয়ে খেলা হবে নক আউট পর্যায়। ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপও খেলা হয়েছিল এই ফর্ম্যাটে।

ইতিমধ্যেই আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য প্রস্তুতি তুঙ্গে ইংল্যান্ডে। এই নিয়ে পঞ্চমবার ক্রিকেট বিশ্বকাপ আয়জন করতে চলেছে ইংল্যান্ড। ১৯৭৫, ১৯৭৯ এবং ১৯৮৩ সালে প্রথম তিনটি বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব ছিল ইংল্যান্ডের উপর। শেষ বার ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে আয়োজিত হয় বিশ্বকাপ। ফের ২০ বছর পর বিশ্বকাপের আয়োজক দেশের সম্মান পেতে চলেছে ইংল্যান্ড।

English summary
India will face South Africa in their opening encounter of 2019 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X