For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পিঙ্ক বল' টেস্ট নিয়ে দ্বন্দ্বে ভারত-অস্ট্রেলিয়া! নতুন সিদ্ধান্ত জানাল বিসিসিআই

এবছরের শেষে অস্ট্রেলিয়া সফরে ভারত কোনও দিন-রাতের টেস্ট খেলবে না। সরকারিভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে বিসিসিআই একথা জানিয়ে দিল।

  • |
Google Oneindia Bengali News

এবছরের শেষে অস্ট্রেলিয়া সফরে ভারত কোনও দিন-রাতের টেস্ট খেলবে না। সরকারিভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে বিসিসিআই একথা জানিয়ে দিল। অস্ট্রেলিয়া গোলাপি বলে টেস্ট খেলার জন্য বিসিসিআইকে অনুরোধ করেছিল। খেলাটি হতো দিন-রাতের। তবে ভারত দিন রাতের ম্যাচ খেলবে না বলে জানিয়েছে। ফলে গোলাপি বলেও আর টেস্ট খেলতে হবে না।

পিঙ্ক বল টেস্ট নিয়ে দ্বন্দ্বে ভারত-অস্ট্রেলিয়া! নতুন সিদ্ধান্ত জানাল বিসিসিআই

ভারতীয় বোর্ডের তরফে বলা হয়েছে, বিরাট কোহলিরা দিন-রাতের টেস্ট খেলার জন্য তৈরি নন। তাদের প্রস্তুতি প্রয়োজন। তাই খেলা হবে লাল বলেই। অজি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জেমস সাদারল্যান্ডকে তা চিঠি লিখে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়া চেয়েছিল, আগামী ৬-১০ ডিসেম্বর অ্যাডিলেড টেস্ট গোলাপি বলে খেলা হোক। তবে ভারতের তরফে সেক্রেটারি অমিতাভ চৌধুরী এমনটা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

গত সপ্তাহে জেমস সাদারল্যান্ড রেডিও অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের সমালোচনা করে বলেন, সিরিজ হারতে চায় না বলেই গোলাপি বলে ভারত খেলতে রাজি হচ্ছে না। অস্ট্রেলিয়া গোলাপি বলে ও দিন-রাতের টেস্টে এখনও হারেনি। সেটাই ভারতের ভয়ের কারণ।

যদিও ভারতীয় বোর্ড এসব নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায়নি। ভারতের খেলোয়াড়দের মধ্যে একমাত্র চেতেশ্বর পূজারা ও মুরলী বিজয় এর আগে দলীপ ট্রফিতে গোলাপি বলে দিন-রাতের ম্যাচ খেলেছেন। বাকী কারও সেই অভিজ্ঞতা নেই।

English summary
The BCCI has officially informed Cricket Australia that India will not play any Day-Night Test match in the tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X