For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সিতে মাঠে নামতে পারেন বিরাটরা

৩০ জুন এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মহারণেই কমলা জার্সিতে নামতে পারেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। যদিও এব্যাপারে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

  • |
Google Oneindia Bengali News

৩০ জুন এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মহারণেই কমলা জার্সিতে নামতে পারেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। যদিও এব্যাপারে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সিতে মাঠে নামতে পারেন বিরাটরা

তবে ভারতের নতুন জার্সি আইসিসি-র ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। জানা গিয়েছে, বিরাট কোহলিদের যে জার্সিতে দেখে ক্রিকেট প্রেমীরা অভ্যস্ত, সেই নীল রং থাকবে জামার কলার এবং সামনের কিছুটা অংশে। জার্সিতে খেলোয়াড়দের নাম এবং নম্বরও নীলে লেখা থাকবে বলেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">ICC says colour options were given to BCCI and they chose what they felt went best with the colour combination. The whole idea is to be different as England also wears a same shade of blue as India. The design is taken from India’s old T20 jersey which had orange in it. <a href="https://t.co/PkPmsjmny6">pic.twitter.com/PkPmsjmny6</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1143829956910182400?ref_src=twsrc%5Etfw">June 26, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

নতুন নিয়ম অনুযায়ী এই বিশ্বকাপে প্রতিটি দলকেই দুটি করে জার্সি সঙ্গে রাখার অনুমতি দিয়েছে আইসিসি। হোম-আওয়ে ফরম্যাটে কোনও ম্যাচে দুই দলের জার্সির রং একই ধাঁচের হলে অ্য়াওয়ে দল নিজেদের পোশাক পাল্টাতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। এই বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের জার্সির রং প্রায় একই রকম। তাই অ্যাওয়ে দল হিসেবে বিরাট বাহিনী ৩০ জুনের ম্যাচে জার্সি বদল করার সুযোগ পেয়েছেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য, গত শনিবার সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। দুই দলের জার্সিতেই নীল রং থাকায় হোম-অ্যাওয়ে পদ্ধতিতে আফগানরা ওই ম্যাচে অন্য পোশাক পরে নামেন। আফগানিস্তানের নতুন জার্সিতে নীলের পরিবর্তে লালের আধিক্য ছিল বলেই জানানো হয়েছে।

English summary
India will wear orange jersy against England at World Cup match of 30 June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X