For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপ্রতি-প্রধানমন্ত্রী থেকে ক্রিকেট বিশ্ব - কোহলি-বাহিনীর জন্য অভিনন্দন এল সব জায়গা থেকে, দেখুন

এসসিজিতে অস্ট্রেলিয় মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের পর কোহলি বাহিনীর প্রতি অভিনন্দন বার্তা উপচে পড়ল টুইটারে।
 

Google Oneindia Bengali News

সিডনির মাঠে সোমবার (৭ জানুয়ারি) ইতিহাস গড়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। গত ৭১ বছরের আর কোনও ভারতীয় দল যা করে দেখাতে পারেনি তাই করে দেখিয়েছেন কোহলি-পূজারারা। অ্যাডিলেডে জয়ে লেখা হয়েছিল ইতিহাস রচনার প্রথম অধ্যায় মাঝে একটা পার্থ টেস্ট বাদ দিলে ফের মেলবোর্নে জয় এবং অবশেষে সোমবার সিডনি টেস্ট আম্পায়াররা ড্র ঘোষণা করতেই ভারত জিতে যায় ২-১ ফলে।

স্বাভাবিকভাবেই এই দারুণ জয়ে উচ্ছ্বসিত দেশের ক্রিকেট মহল। তবে শুধু ভারতীয় ক্রিকেটই নয়, কোহলি বাহিনীর এই কৃতীত্বে শিহরিত গোটা ক্রিকেট বিশ্বই। ক্রিকেটের পরিধি ছাড়িয়ে কোহলি বাহিনীর জন্য অভিন্দন বার্তা এসেছে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকেও। জয়ের অনুভূতি প্রকাশ করেছেন ভারতীয় দলের বেশ কয়েকজন সদস্যও।

এক নজরে দেখে নেওয়া যাক কে কী বললেন -

রাষ্ট্রপতি

কোহলি বাহিনীকে অভিনন্দন জানিয়ে জয়কে অভ্যাসে পরিণত করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।

প্রধানমন্ত্রী

এই সিরিজ জয় বিরাটদের প্রাপ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই সিরিজ জয় বিরাটদের প্রাপ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কোহলিদের এই বিরাট জয় ছুঁয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়ের মনও।

বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এসসিজিতে বর্ডার-গাভাস্কার ট্রফির সঙ্গে টিম ইন্ডিয়ার একটি ছবি পোস্ট করা হয়েছে।

সচিন তেন্ডুলকার

তাঁরা যা পারেননি, তাই করে দেখালেন বিরাটরা। মিস্চটার ইন্ডিয়ান ক্রিকেটের থেকে গর্বিত আর কেই বা হবেন।

বিষেন সিং বেদী

'ঠোঁটকাটা' বেদীও এই জয়ে উচ্ছ্বসিত। তিনি আলাদা করে ধারাবাহিক হিসেবে চিহ্নিত করেছেন পূজারা ও বুমরাকে।

মাইকেল ক্লার্ক

অসহায়ভাবে বসে অস্ট্রেলিয়ার হারস দেখতে হয়েছে প্রাক্তন অজি অধিনায়ককে। ভারতকে অভিনন্দন জানাতে অবশ্য ভোলেননি।

গৌতম গম্ভীর

ভারতীয় খেলাধূলার জগতে এই দিনটিকে একটি বিশে, দিন হিসেবে উল্লেখ করে গম্ভীর বলেছেন স্মিথ-ওয়ার্নার থাকলে কী হত, সেসব না ভেবে জয় উপভোগ করা উচিত।

গ্লেন ম্যাকগ্রা

সিডনি টেস্টের গোটাটা জুড়ে ছিলেন ম্যাকগ্রা ও তাঁর সংস্থা। ভারতের জয়ের পর এই প্রাক্তন অস্ট্রেলিয় জোরে বোলার জানান, ভারত সব বিভাগেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়েছে।

হরভজন সিং

অস্ট্রেলিয়ার নেমেসিস ছিলেন ভাজ্জি। কাজেই এদিন অজিদের মাথা ঝুঁকে যাওয়ার দিনে তিনি যে খুশিতে মাতবেন, তা বলাই বাহুল্য।

চেতেশ্বর পূজারা

ভারতের ঐতিহাসিক জয়ের প্রধান স্থপতি তিনি। জানিয়েছেন, এই দিনটির কথা তাঁর সারাজীবন মনে থাকবে।

জসপ্রিত বুমরা

জয়ের প্রথম স্থপতি যদি হন পূজারা তবে নিশ্চিতভাবেই দ্বিতীয় ব্যক্তিটির নাম জসপ্রিত বুমরা। তিনিও জানিয়েছেন দীর্ঘদিন মনে রয়ে যাবে এই দিনটি।

English summary

 Twitterati hailed Kohli & Co. after India registered maiden Test series in Australian soil at the SCG.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X