For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বক্সিং ডে টেস্ট জিতে ইতিহাস ভারতের, সিরিজে ২-১ এগোল কোহলি ব্রিগেড

বক্সিং ডে টেস্ট জিতে অস্ট্রেলিয়ার বুকে ইতিহাস লিখল ভারতীয় ক্রিকেট দল। ভারতের জয়ে শেষমেশ সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন প্যাট কামিন্স।

Google Oneindia Bengali News

বক্সিং ডে টেস্ট জিতে অস্ট্রেলিয়ার বুকে ইতিহাস লিখল ভারতীয় ক্রিকেট দল। ভারতের জয়ে শেষমেশ সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন প্যাট কামিন্স। কিন্তু তিনি আউট হতেই ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। কামিন্স ৬৩ রান করে বুমরাহর বলে স্লিপে পূজারার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। কামিন্সের আউটের পর অস্ট্রেলিয়ার জয়ের জন্য আরও ১৩৮ রানের দরকার ছিল। কিন্তু, বুমরাহের পরের ওভারেই নাথান লিঁয়-কে ইশান্ত শর্মা ক্যাচ আউট করাতেই ১৩৭ রানে মেলবোর্ন টেস্ট জিতে নেয় ভারত। বক্সিং ডে টেস্ট জিতে ভারত যেমন ইতিহাস তৈরি করল সেইসঙ্গে সিরিজে ২-১ এগিয়ে গেল।

মেলবোর্নে ভারতের হ্যাপি নিউ ইয়ার জয়

১৩৭ রানের এই জয় ভারতকে অস্ট্রেলিয়ার বুকে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছে। সারা ম্যাচে ৯ উইকেট নেওয়ায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরাহ। জয়ের জন্য ভারতীয় বোলারদের কৃতিত্ব দিয়েছেন বিরাট। চার টেস্টের সিরিজে এখন সামনে সিডনি। সেখানেই চতুর্থ ও শেষ টেস্ট খেলা হবে। ভারত যদি সেই টেস্ট জিতে নেয় তাহলে ক্যাঙ্গারুর দেশে আরও এক ইতিহাস লিখবে বিরাট বাহিনী।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Let's do this 💪🏻💪🏻💪🏻 <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> <a href="https://twitter.com/hashtag/AUSvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#AUSvIND</a> <a href="https://t.co/tlzhfru2aF">pic.twitter.com/tlzhfru2aF</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1079193641820729345?ref_src=twsrc%5Etfw">December 30, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এই হারের জন্য ভারতকেই যাবতীয় কৃতিত্ব দিয়েছেন অজি অধিনায়ক পেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি জয়ের জন্য মূলত বোলারদের কৃতিত্ব দিয়েছেন। বিশেষ করে জসপ্রীত বুমরাহ যেভাবে বল করেছেন তা অসাধারণ বলেও প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে মন্তব্য করেছেন বিরাট। মেলবোর্ন টেস্টে আগে ব্যাট করা নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই সমালোচনা করেছিলেন। বিরাট সাফ জানিয়ে দেন, মাঠের বাইরে থেকে অনেকেই অনেক কথা বলতেন পারেন। মেলবোর্নে টসে জিতলে যে আগে ব্যাট করা হবে তা দলের থিঙ্ক ট্য়াঙ্ক-ই সিদ্ধান্ত নিয়েছিল। বিশেষ করে মেলবোর্নে যে ধরনের উইকেট তাতে পরে ব্যাট করে রান তাড়া করাটা কঠিন ছিল। থিঙ্ক ট্যাঙ্কের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা জয়েই প্রমাণিত হয়ে গিয়েছে বলে মনে করছেন বিরাট। সিডনি টেস্টে দলে সেভাবে পরিবর্তনের সম্ভাবনা যে নেই তাও ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

এদিকে, ম্য়ান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়ে স্বাভাবিকভাবেই খুশি জসপ্রীত বুমরাহ। চলতি বছরেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে অভিষেক হয়েছে তাঁর। এই কয়েক মাসের মধ্যে দলের জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্থপতি হয়ে ওঠা-টা তিনি উপভোগ করছেন বলেও জানিয়েছেন।

মেলবোর্ন টেস্ট শুরুর দিন থেকেই নাটকীয়তায় ভরপুর ছিল। প্রথম দিনে ভারতের মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে পূজারার ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন রিকি পন্টিংও। পূজারা শতরান করলেও যেভাবে সময় ও বল নষ্ট করেছেন তাতে মেলবোর্ন টেস্টে ভারতকে মূল্য চোকাতে হতে পারে বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু, জসপ্রীত বুমরাহ দুরন্ত বোলিং-এ অস্ট্রেলিয়ার ইনিংস ১৫১ রানে গুটিয়ে যেতেই ভারত একটা বিশাল রানের লিড পেয়ে গিয়েছিল। ফলে, দ্বিতীয় ইনিংস ভারতের ব্যাটিং বিপর্যয়েও অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ৩৯৯ রানের টার্গেট দাঁড়ায়। চতুর্থ দিনে ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটিং-কে মোড়ানোর কাজ শুরু করলেও প্যাট কামিন্সের লড়াই জয়টাকে কঠিন করে দিচ্ছিল। কামিন্সের এই লড়াইয়ে টেস্টের খেলা পষ্ণম দিনে গড়ায়। কিন্তু, পষ্ণম দিনের খেলা শুরুর মুখেও বিপত্তি। বৃষ্টির জেরে খেলা দেরিতে শুরু হয়। একটা সময় মনে হচ্ছিল বৃষ্টির জেরে পষ্ণম দিনে খেলা না পণ্ড হয়ে যায়। শেষমেশ মধ্যাহ্নভোজের কিছুটা সময় আগে খেলা শুরু হয়। তবে, খারাপ আবহাওয়া এবং বাতাসের জন্য বাড়তি সুবিধা পেয়ে যায় ভারতীয় পেসাররা। যার নিট ফল কামিন্সের আউট। বাতাসে হাল্কা আউট সুইং করে কামিন্সের ব্যাটের কানা নিয়ে প্রথম সিল্পে পূজারার তালুবন্দি হয়ে যায় বল। এরপর হ্যাজেলউড নামেন। তিনি বুমরাহ-র বলে আউট হতে হতে বেঁচে যান। কিন্তু পরের ওভারেই ইশান্ত নাথান লিঁয়কে আউট করে ভারতকে কাঙ্খিত জয় পাইয়ে দেন।

English summary
India now leads the series after won the Boxing Day Test in Melbourne. Kohli Brigrade defeated Australia by 137 runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X