For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্তান আসার সুখবর জানিয়ে 'লকডাউন' ভাঙলেন হার্দিক-নাতাসা, ছবিতে দেখুন দুজনের মাখোমাখো প্রেম

সন্তান আসার সুখবর জানিয়ে 'লকডাউন' ভাঙলেন হার্দিক-নাতাসা, ছবিতে দেখুন দুজনের মাখোমাখো প্রেম

  • |
Google Oneindia Bengali News

করোনা নিয়ে উদ্বেগের মাঝে রবিবার খুশির খবর শুনিয়েছেন হার্দিক-নাতাসা। চলতি বছরের শুরুতে এনগেজমেন্ট করে দুজনে সম্পর্কের কথা জানিয়েছিলেন।

বলাখানা রাজবাড়ি

বলাখানা রাজবাড়ি

নদীয়ার কৃষ্ণনগর থেকে ১১.৫ কিমি দূরে নবদ্বীপ ঘাট রোডের ওপর অবস্থিত এই রাজবাড়ি। প্রধান আকর্ষণ বলতে রয়েছে ৪ ফুট উঁচু পালঙ্ক, যেখানে সিঁড়ি বেয়ে ওঠার ব্যবস্থা রয়েছে। এখানে থাকার জন্য় ঘর পিছু খরচ ৩,৫০০টাকা। ফরাসী সাহেবদের এক সময়ের অবস্থান ছিল এই রাজবাড়ি, পরে এই বাড়ির মালিক হন পালচৌধুরিরা।
যোগাযোগ-09831328486

 নাতাসার বেবিবাম্পের ছবি পোস্ট হার্দিকের

নাতাসার বেবিবাম্পের ছবি পোস্ট হার্দিকের

হার্দিক বাবা হচ্ছেন। খবর প্রকাশ পেতে সোশ্যাল মিডিয়া বিভাজিত। কেউ বিয়ের আগে হার্দিকের বাবা ও নাতাসার মা হওয়া নিয়ে সমালোচনা করছেন। কেউ আবার হার্দিক-নাতাসার এভাবে বাবা-মা হওয়ার কথা বলে সাহসী সিদ্ধান্ত নিলেন মন্তব্য করলেন।

বাওয়ালি রাজবাড়ি

বাওয়ালি রাজবাড়ি

কলকাতা থেকে ৩৩.৪ কিমি দূরে অবস্থিত বাওয়ালি রাজবাড়ি। ট্রেনে যেতে হলে বজবজ স্টেশনে নেমে যাওয়া যেতে পারে। বজবজে নেমে রিক্সোতে কয়েক মিনিটে পৌঁছে যেতে পারবেন বাওয়ালি রাজবাড়ি। রাজবাড়ির ৪ টি ঘরে পর্যটকদের থাকবার জন্য বন্দোবস্ত করা রয়েছে। প্রতিটি ঘরের জন্য় খরচ ৭,৫০০ টাকা। সঙ্গে থাকছে রাজবাড়ির জমিদার পরিবারের ৩০০ বছরের পুরোনো রন্ধনশৈলির খাওয়াদাওয়া।
যোগাযোগ-098303 83008

কতটা সাহসী সিদ্ধান্ত

কতটা সাহসী সিদ্ধান্ত

হার্দিক বাবা হচ্ছেন। খবর প্রকাশ পেতে সোশ্যাল মিডিয়া বিভাজিত। কেউ বিয়ের আগে হার্দিকের বাবা ও নাতাসার মা হওয়া নিয়ে সমালোচনা করছেন। কেউ আবার হার্দিক-নাতাসার এভাবে বাবা-মা হওয়ার কথা বলে সাহসী সিদ্ধান্ত নিলেন মন্তব্য করলেন।

ইটাচুনা রাজবাড়ি

ইটাচুনা রাজবাড়ি

দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে দেড়ঘণ্টার রাস্তা পেরোলেই এই রাজবাড়ি। হুগলির চুঁচুড়া থেকে ১৯ কিমি এগোলেই হালসুই মোড়ের কাছে যেতে হবে। বাঁদিকে বেঁকে গেলেই ইটাচুনা গ্রাম। এছাড়াও হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে যেতে খন্যান স্টেশনে নেমে রিক্সোয়ে করে যাওয়া যায় এই রাজবাড়ি। রাজবাড়িতে বিখ্যাত মদনমোহনের মন্দির ছাড়াও দেখার জন্য রয়েছে অনেক কিছুই। এখানেই শ্যুটিং হল সোনাক্ষী-রনবীর অভিনীত ছবি 'লুটেরা'-এরও। পর্যটকদের থাকবার জন্য ১৪টি ঘরের বন্দোবস্ত রয়েছে এখানে। সঙ্গে থাকছে রাজকীয় বাঙালী খাবারের ব্যবস্থা। এখানে প্রতিটি ঘরের ভাড়া ১,৫০০ টাকা থেকে শুরু।
যোগাযোগ- 098302 36940

'লকডাউন' ভাঙলেন হার্দিক-নাতাসা

'লকডাউন' ভাঙলেন হার্দিক-নাতাসা

করোনার কারণে দেশে চলতে থাকা লকডাউন নয়! মনের লকডাউন ভাঙলেন হার্দিক নাতাসা।

সাইনো হেরিটেজ গেস্ট হাউস

সাইনো হেরিটেজ গেস্ট হাউস


দার্জিলিং থেকে ২৮ কিমি দূরে পাহাড়ের কোলে রয়েছে সাইনো হেরিটেজ গেস্টহাউস। একসময় ব্রিটিশ সাহেবদের দখল ছিল এই ঐতিহ্যশালী জায়গা। এখানে 'বনফায়ার'-এর আকর্ষণের পাশাপাশি রয়েছে বাড়ির বারান্দা থেকে পাহাড়ি প্রকৃতিকে দুচোখে মেখে নেওয়ার সুযোগ। রয়েছে 'ক্যান্ডেল লাইট ডিনার'-এর রাজকীয় ব্যবস্থা। প্রতিটি ঘরের ভাড়া ১,৬০০ টাকা।
যোগাযোগ- 094749 63183

বীরত্ব দেখিয়েছেন হার্দিক-নাতাসা!

বীরত্ব দেখিয়েছেন হার্দিক-নাতাসা!

ভারতীয় সমাজের বিয়ের আগেই অন্তঃস্বত্ত্বা হয়ে পড়া নিয়ে অনেক ট্যাবু রয়েছে। মুঠোফোন হাতে দুনিয়া দেখে আধুনিকতার বুলি ওড়ালেও আজও টিভিতে ন্যুডিটি দেখে অনেকেই নাক শিঁটকোন। আর বিয়ের আগে হার্দিক-নাতাসার সন্তান হওয়ার খবর শুনে তারা স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করছেন।

কাশিমবাজার রাজবাড়ি

কাশিমবাজার রাজবাড়ি

মুর্শিদাবাদের বহরমপুর থেকে ২.৯ কিমি এগোলেই কাশিমবাজার রোডে পড়বে কাশিমবাজার রাজবাড়ি। রাজবাড়ির ৩টি ঘরকে বর্তমানে থাকবার জন্য় ভাড়া দেওয়া হয়। প্রতিটি ঘরের ভাড়া ১,৩৫০ টাকা। নবারের শহর মুর্শিদাবাদে এরকম এক রাজবাড়িতে থাকবার অভিজ্ঞতাই আলাদা বলে জানিয়েছেন রাজবাড়ির সদস্যরা।
যোগাযোগ- 098310 31108

ট্যাবু ভাঙলেন হার্দিক-নাতাসা

ট্যাবু ভাঙলেন হার্দিক-নাতাসা

উল্টে দিকটাও রয়েছে, যারা মানছেন হার্দিক একদমই ঠিক করেছেন। প্রাপ্তবয়স্ক হার্দিক-নাতাসা একে অন্যকে ভালোবাসেন। নাতাসা হার্দিকের বাগদত্তা। ১ জানুয়ারি তারা এনজেগমেন্ট সেরেছেন। এরপর মা হয়ে পড়ায় কোনও অপরাধ নেই। উল্টে সাহসের সঙ্গে সেটা সোশ্যাল মাধ্যমে জানিয়ে সেলিব্রেট করার ম্ধ্য অনেক বীরত্ব দেখিয়েছেন হার্দিক-নাতাসা!

চুপিসারে বিয়ে

চুপিসারে বিয়ে

হার্দিকের একটি ছবি আবার অন্য কথা বলছে, যেখানে মরাঠী স্টাইলে বিয়ে সেরেছেন হার্দিক-নাতাসা।

তাহলে কেউ কেন জানতে পারল না

তাহলে কেউ কেন জানতে পারল না

উত্তর লকডাউন। করোনা থাবায় দেশে ২৫ মার্চ থেকে লকডাউন চলছিল। এর মাঝে বিয়ের অনুষ্ঠান করার পর কোনও পরিস্থিতিই ছিল না। সেকারণেই সম্ভবত বাড়িতেই চুপিসারে বিয়ে সেরে ফেলেছিলেন হার্দিক-নাতাসা।

কতটা পাল্টেছেন হার্দিক

কতটা পাল্টেছেন হার্দিক

আরও একটা দিক। নাতাসা জীবনে আসার পর হার্দিক এখন অনেক বেশি শান্ত। ফ্যামবয়েন্ট মেজাজ থেকে বেরিয়ে এসেছেন। করণ জোহারের শোয়ে গিয়ে 'আজ কারকে আয়া ' দিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্কই আজ বীরের মতো আমি বাবা হচ্ছি জানানোর মধ্যে দিয়ে বোধহয় শেষ হতে চলেছে। মেয়েদের সম্মান করা থেকে স্ত্রীয়ের দায়িত্ব নেওয়া, বয়স বাড়ার সঙ্গে পরিণত হচ্ছেন হার্দিক পান্ডিয়া।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

করোনার মাঝে কোনও ঝুঁকি নয়, দলবদলে এবার অভিনব ভাবনা!করোনার মাঝে কোনও ঝুঁকি নয়, দলবদলে এবার অভিনব ভাবনা!

English summary
Indian all rounder Hardik Pandya Announces Natasa Stankovic's Pregnancy, see their love picture
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X