For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যারাশ্যুট রেজিমেন্টে ট্রেনিং, ধোনির প্রস্তাব মঞ্জুর করল ভারতীয় সেনা

প্যারাশ্যুট রেজিমেন্টে ট্রেনিং, ধোনির প্রস্তাব মঞ্জুর করল ভারতীয় সেনা

  • |
Google Oneindia Bengali News

দেশের প্য়ারামিলিটারি ফোর্সের প্যারাশ্যুট রেজিমেন্টে ট্রেনিং নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সেনা প্রধান বিপীন রাওয়াত দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়কের আবেদন মঞ্জুর করেছেন বলে জানানো হয়েছে।

সেনা সূত্রে খবর, আগামী দুই মাস কাশ্মীরে প্রশিক্ষণে অংশ নেবেন দেশের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি। ট্রেনিংয়ের সময় মাহিকে সেনাদের মতো জীবনযাপন করতে হবে বলেও জানানো হয়েছে। তবে ভারতীয় সেনার সক্রিয় অপারেশনে অংশ নিতে হবে না এমএসকে।

প্যারাশ্যুট রেজিমেন্টে ট্রেনিং, ধোনির প্রস্তাব মঞ্জুর করল ভারতীয় সেনা

উল্লেখ্য প্য়ারামিলিটারি ফোর্সের প্যারাশ্যুট রেজিমেন্টে ট্রেনিংয়ের জন্যই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল থেকে নাকি নিজেকে সরিয়ে নেন মহেন্দ্র সিং ধোনি। নিজের সেই সিদ্ধান্ত তিনি বিসিসিআইকেও জানান বলে খবর।

২০১১ সালে ভারতকে ক্রিকেট বিশ্বকাপ দেওয়ার পর মহেন্দ্র সিং ধোনিকে ভারতের প্যারা মিলিটারির ১০৬ নম্বর ব্যাটেলিয়নের সম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত করা হয়। সেই সূত্রে ধোনি প্যারাশ্যুট রেজিমেন্টে ট্রেনিং পাওয়ার যোগ্য বলে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে। খুব সম্ভবত কাশ্মীর উপত্যকায় এই ট্রেনিং হবে বলে শোনা যাচ্ছে। তবে এমএস কোনও মিলিটারি অপারেশনের অংশ হবেন না বলেও জানিয়েছে ভারতীয় সেনা।

উল্লেখ্য ২০১৫ সালে আগ্রাতে প্যারা রেজিমেন্ট ফোর্সের ট্রেনিংয়ে অংশ নিয়েছিলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। ৪ বছর আগে এর আগে প্যারাশ্যুট জাম্পের ট্রেনিংও নেন মহেন্দ্র সিং ধোনি।

English summary
Indian Army approved Dhoni's proposal for training with parachute regiment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X