For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতাকে বিশেষ ধন্যবাদ, সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন গৌতম গম্ভীর, দেখুন বিদায়ী ভিডিও

ভারতীয় ব্যাটসম্য়ান গৌতম গম্ভীর এক টুইটার-ভিডিওতে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন।

Google Oneindia Bengali News

সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান গৌতম গম্ভীর। ১১ মিনিটের দীর্ঘ একটি টুইটার ভিডিও প্রকাশ করে তিনি তাঁর অবসরের কথা জানান ক্রিকেট দুনিয়াকে। ভিডিও-তে তিনি তাঁর ১৮ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে জড়িয়ে থাকা সকলকে ধন্যবাদ জানা। আলাদা করে উল্লেখ করেন কলকাতার সমর্থকদের কথাও।

তিনি জানান, কঠিন সিদ্ধান্ত অনেক সময়ই ভারাক্রান্ত হৃদয়ে নিতে হয়। এটি সেইরকমই একটি সিদ্ধান্ত। তবে তাঁর মাথার ভিতর দীর্ঘদিন ধরেই অবসরের চিন্তা ঘোরাফেরা করছিল। ভারত হোক, কেকেআর হোক কি দিল্লি ডেয়ারডেভিলহোক, যাদের হয়েই শেষ কয়েক বছরে তিনি খেলতে গিয়েছেন, সবসময়ই মাথায় কেউ একটা বলে গিয়েছে, 'সময় ফুরিয়েছে গোতি'। গত আইপিএল-এ এই কন্ঠ জোরালো হয়ে ওঠে।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FGautamGambhir%2Fvideos%2F2441620749416527%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

গম্ভীরের কেরিয়ার

গম্ভীরের কেরিয়ার

২০০৩ সালে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল গম্ভীরের। তারপর থেকে ভারতের হয়ে মোট ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ানডে ও ৩৭টি টি২০আই ম্যাচ খেলেছেন গোতি। টেস্টে তাঁর রান ৪১৫৪, একদিনের ক্রিকেটে ৫২৩৮ ও টি২০আইতে ৯৩২। টেস্টে ৯টি শতরান আছে তাঁর। সর্বোচ্চ ২০৬। ভারতের হয়ে তিনি শেষ টেস্ট খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬ সালে। আর নীল জার্সিতে শেষ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধেই, ২০১৩ সালে।

বিশ্বকাপ জয়ে অবদান

বিশ্বকাপ জয়ে অবদান

২০০৭ সালের টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালের একদিনের ম্য়াচের বিশ্বকাপ - দুই ক্ষেত্রেই ভারতের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্য়াচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৭৫ রানের ঝকঝকে ইনিংস। আর ২০১১-র বিশ্বকাপের ফআইনালে সবাই ধোনির ইনিংস মনে রাখলেও তাঁর ৯৭ রানের ইনিংসই কিন্তু ধোনির সেই বিধ্বংসী ইনিংসের ভিত গড়ে দিয়েছিল।

সেরা মুহূর্ত

সেরা মুহূর্ত

২০১১ সালে তিনি আইসিসি ক্রমতালিকায় টি২০আই ব্যাটসম্য়ানদের শীর্ষে ছিলেন। তবে তিনি জানিয়েছেন, তাঁর কাছে এর থেকেও বড় ছিল এর দুই বছর আগেই আইসিসি টেস্ট ব্য়াটসম্য়ানদের তালিকায় ১ নম্বর হওয়াটা।

কলকাতার সঙ্গে আত্মিক যোগাযোগ

কলকাতার সঙ্গে আত্মিক যোগাযোগ

আইপিএল-এ কলকাতা নাইটরাইডার্স-এর অধিনায়ক হিসাবে তিনি কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে ২০১২ ও ২০১৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। ভিডিও তিনি জানিয়েছেন কলকাতার সমর্থকদের সঙ্গে তাঁর অন্যরকম আত্মিক বন্ধন রয়েছে। তাঁকে সমর্থন করার জন্য তিনি কলকাতাকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন।

ঘটনাচক্রে

ঘটনাচক্রে

২০১৯ আইপিএল-এর ট্রেড উইন্ডোতে তাঁকে ছেড়ে দিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। ঘটনাচক্রে, গম্ভীর এই বিদায়ী ভিডিও প্রকাশের কয়েক ঘন্টা পরেই দিল্লি ডেয়ারডেভিলস তাদের দলের নাম পরিবর্তনের ঘোষণা করে। শ্রেয়স আইয়ারে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়। গত আইপিএল-এ দিল্লির দলের অধিনায়ক ছিলেন গম্ভীরই, কিন্তু ৬ ম্য়াচ পরই তিনি নিজে থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। বাকি মরসুম অধিনায়ক ছিলেন শ্রেয়সই।

তবে এখনও গম্ভীের জীূবনে শেষ একটি ম্যাচ রয়েছে। বৃহস্পতিবার থেকেই রঞ্জি ট্রফির খেলায় মুখোমুখি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও দিল্লি। দম্ভীর জানিয়েছেন, ফিরোজ শা কোটলাতোেই তিনি খেলা শুরু করেছিলেন, সেখানেই ক্রিকেট জীবনের বৃত্ত সম্পূর্ণ করতে চান।

English summary
Indian batsman Gautam Gambhir has announced his retirement from all forms of cricket in a tweet-video.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X