For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের প্রশংসায় পঞ্চমুখ রোহিত, খুশি তরুণ শার্দুল

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর দলের প্রশংসায় পঞ্চমুখ। ম্যান অফ দ্য ম্যাচ হলেন শার্দুল ঠাকুর। 
 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে জ্বলে উঠল ভারতীয় দল। নিয়ে নিল মধুর প্রতিশোধ। নিদহাস ট্রফিতে তারা ৬ উইকেটে জিতেছে রোহিত শর্মা।

দলের প্রশংসায় পঞ্চমুখ রোহিত, খুশি তরুণ শার্দুল

[আরও পড়ুন:আইপিএলের থিমসঙে মজে মাহি, কেমন হল শুনে নিন ][আরও পড়ুন:আইপিএলের থিমসঙে মজে মাহি, কেমন হল শুনে নিন ]

ম্যাচে ৪ উইকেট নেওয়ার জন্য তরুণ স্পিডস্টার শার্দুল ঠাকুর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এদিনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৯ ওভারে ৯ উইকেটে ১৫২ রান তোলে শ্রীলঙ্কা। শার্দুল ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। এদিকে রান তাড়া করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে মণীশ পান্ডে ও দীনেশ কার্তিক ৪২ ও ৩৯ রান করেন।

ভারতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, কোনও একজনের নয়, গোটা দলের পারফরম্যান্সেই খুশি তিনি। তবে রোহিত আরও জানিয়েছেন দীনেশ কার্তিক ও মণীশ পান্ডের পারফরম্যান্স দলের জন্য নিশ্চয় বিশেষ। অধিনায়কের মতে এঁরা দেখিয়ে দিয়েছেন কীভাবে দায়িত্ব নিয়ে দলের জন্য খেলতে হয়।

পাশাপাশি দলের বোলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন রোহিত। তিনি জানিয়েছেন বোলাররা স্মার্ট পারফরম্যান্স করেছেন। ব্যাটিং দলকে একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখার কাজটা দলের বোলাররা করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে ম্যান অফ দ্য ম্যাচ শার্দুল ঠাকুর জানিয়েছেন স্বাভাবিক ভাবেই খুশি তিনি। তিনি জানিয়েছেন পুরস্কার পেয়ে দারুণ ভালো লাগছে তার। চাপের পরিস্থিতিতে দলের জন্য পারফরম্যান্স করতে পারায় খুশি তিনি। ভারতের পরের ম্যাচ ১৪ তারিখ। সেদিন প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে নিতে চায় তারা।

English summary
Indian captain Rohit Sharma praises his teammate after win against Sri Lanka.Shardul Thakur becomes man of the match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X