For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশুদের সাহায্যে নিঃস্বার্থভাবে এগিয়ে আসায় বছরের সেরা ব্যক্তিত্বের সম্মান পাবেন বিরাট

পশুদের যত্ন নেওয়ার কারণে এবার পেটা অ্যাওয়ার্ড পেতে চলেছেন বিরাট কোহলি। জীব-জন্তুদের যত্ন নেওয়া

  • |
Google Oneindia Bengali News

পশুদের যত্ন নেওয়ার কারণে এবার পেটা অ্যাওয়ার্ড পেতে চলেছেন বিরাট কোহলি। জীব-জন্তুদের যত্ন নেওয়া, তাদের চিকিৎসার জন্য সাহায্যে এগিয়ে আসা সহ একাধিক বিষয়ের উপর ভিত্তি করে 'পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস' অ্যাওয়ার্ড দেওয়া হয়। ভারত থেকে এবছর সেই অ্যাওয়ার্ড পেতে চলেছেন বিরাট কোহলি। পশুদের জাবীনযাপনের জন্য সাহায্য করার ভারত অধিনায়ককে এবার পিইটিএ ইন্ডিয়ার বিচারের বছরের সেরা ব্য়ক্তিত্ব বাছা হয়েছে।

পশুদের সাহায্যে নিঃস্বার্থভাবে এগিয়ে আসায় বছরের সেরা ব্যক্তিত্বের সম্মান পাবেন বিরাট

পেটা ইন্ডিয়ার পক্ষ থেকে ডিরেক্টর সঞ্জয় বানগেরা বলেছেন, 'ক্রিকেটের পাশাপাশি পশুদের প্রতি বিরাট যথেষ্ট যত্নশীল। অতীতে একাধিকবার বেঙ্গালুরুতে আহত কুকুরদের রক্ষণাবেক্ষণ সেন্টারে ঘুরে গিয়েছেন বিরাট। শুধু তাই নয়, নিজের সোশ্যাল মাধ্য়মে পশুদের দত্তক নেওয়ার জন্য সমর্থকদের কাছে একাধিকবার অনুরোধ রেখেছেন তিনি। সেই সঙ্গে দেশবাসীকে পশুদের চিকিৎসার জন্য আর্থিকভাবে পাশে দাঁড়ানোর আবেদন রেখেছেন কোহলি।'

এর আগে কংগ্রেস নেতা শশী থারুর, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে এস পানিক্কর, অনুষ্কা শর্মা, হেমা মালিনী, আর মাধবন ও জ্যাকলিন ফার্নান্ডেজ এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

অন্যদিকে ২২ নভেম্বর প্রথমবার দিন রাতের টেস্ট খেলতে নামছে ভারত। ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্ট ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। প্রথম চার দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সৌরভ। হাউসফুল গ্যালারির সামনে গোলাপি বলে টেস্ট খেলতে পেরে বিরাটরা খুশি হবেন বলে আশাবাদী বোর্ড প্রেসিডেন্ট।

English summary
Indian Captain Virat Kohli named PETA India's Person of the Year 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X