For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা হতে বিরাটের রোডম্যাপ কী?

অস্ট্রেলিয়ার মাটিতে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যা নিয়ে এই মুহূর্তে প্রতিটি দল তাঁদের পরিকল্পনা সাজাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার বিশ্বকাপের ফোকাসে ঢুকে পড়ল বিরাট অ্যান্ড কোম্পানি।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার মাটিতে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যা নিয়ে এই মুহূর্তে প্রতিটি দল তাঁদের পরিকল্পনা সাজাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার বিশ্বকাপের ফোকাসে ঢুকে পড়ল বিরাট অ্যান্ড কোম্পানি। তার আগে বিরাটকে ভাবাচ্ছে দলের টি-টোয়েন্টি ফর্ম!

টি-টোয়েন্টি নিয়ে বিরাটের চিন্তা কী?

টি-টোয়েন্টি নিয়ে বিরাটের চিন্তা কী?

টেস্ট ও ওডিআইতে এই মুহূর্তে ব়্যাঙ্কিংয়ে ভারত প্রথম তিন দলের মধ্য়ে থাকলেও টি-টোয়েন্টিতে কোহলির ভারত নিজেদের সেরা তিনে তুলে আনতে পারেনি। টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে বিরাটের ভারত বিশ্বের এক নম্বর দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭ ম্যাচের ৭টিতে জিতে এই মুহূর্ত পয়েন্ট তালিকায় প্রথমস্থানে রয়েছে ভারত। অন্যদিকে ওডিআই ক্রিকেটে এই মুহূর্তে ২ নম্বরে রয়েছে কোহলিরা। সেখানেই টি-টোয়েন্টিতে ভারতের অবস্থান এখন ৫ নম্বরে।

বিশ্বকাপে টি-টোয়েন্টির সেরা হতে বিরাটের পরিকল্পনা কী

বিশ্বকাপে টি-টোয়েন্টির সেরা হতে বিরাটের পরিকল্পনা কী

দলের সাম্প্রতিক পারফর্ম্যান্স পর্যবেক্ষণ করে ভুল ক্রটি বিচার করে খামতি ধরে ফেলেছেন বিরাট। অধিনায়কের মতে, 'টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা প্রথমে ব্য়াট করা ও রান ডিফেন্ড করার ক্ষেত্রে ভালো পারফর্ম্যান্স করতে পারছিনা। ধারাবাহিকভাবে দলের অন্দরে এই সমস্যা রয়েছে। রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয় ব্যাটিং পরিণত তবে প্রথমে ব্য়াটিং করার ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা দেখাতে হবে। টার্গেট সেট করার ক্ষেত্রে আমাদের ব্যাটিংয়ে খামতি পূরণ করা অন্যতম লক্ষ্য।'

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হার

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হার

ঘরের মাঠে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। যেখানে বেঙ্গালুরুতে প্রথম ব্য়াট করতে হওয়ার দলের ব্যাটিং ধসের মুখে পড়েছিল। বেঙ্গালুরুতে প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ হেরেছিল ভারত। সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে। ভারত প্রথমে ব্য়াট করে মাত্র ১৩৪ রান তোলে।

বাংলাদেশের বিরুদ্ধেও প্রথমে ব্যাটিং করে হার

বাংলাদেশের বিরুদ্ধেও প্রথমে ব্যাটিং করে হার

এরপর বাংলাদেশের বিরুদ্ধে দিল্লিতে প্রথমে ব্য়াটিং করে ম্যাচ হেরে বসেছে ভারতীয় দল। সেবার প্রথমে ব্য়াট করে মেন ইন ব্লু মাত্র ১৪৮ রান তুলেছিল।

তরুণদের সুযোগ দিতে চান বিরাট

তরুণদের সুযোগ দিতে চান বিরাট

এই সব ব্যর্থতা ভুলে এবার বিশ্বকাপে ফোকাস বিরাটের। সেজন্য এখন থেকে শক্তিশালী দল গঠনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। যেখানে এই মুহূর্তে দলে তরুণদের আরও বেশি সুযোগ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

English summary
Indian Captain virat kohli's roadmap for t20 world cup 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X