For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোচ বাছাইয়ে কোনও প্রভাব খাটাতে পারবেন না বিরাট

পছন্দের কোচ, পছন্দের দল,পছন্দের সবরকম সুবিধে পাওয়ার পরও আইসিসি'র টুর্নামেন্টে দলকে চ্যাম্পিয়ন করতে ব্যর্থ বিরাট।

  • |
Google Oneindia Bengali News

২০১৭ চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে হারের পর নতুন কোচ বাছাইয়ের ক্ষেত্রে সেবার ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁর মতামত জানিয়েছিলেন। এবার অবশ্য সেই সুযোগ পাচ্ছেন না বিরাট।

আতস কাঁচের নিচে অধিনায়ক কোহলির পারফর্ম্যান্স

আতস কাঁচের নিচে অধিনায়ক কোহলির পারফর্ম্যান্স

পছন্দের কোচ, পছন্দের দল,পছন্দের সবরকম সুবিধে পাওয়ার পরও আইসিসি'র টুর্নামেন্টে দলকে চ্যাম্পিয়ন করতে ব্যর্থ বিরাট। ২০১৭ সালে কোহলির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হার আর ২০১৯ সালে বিশ্বকাপের সেমিতে পরাজয়। দেশে ফিরলে বিশ্বকাপের হার নিয়ে বোর্ডের প্রশ্নের জবাবদিহির মুখে বসতে হবে বিরাটকে। ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে বিকল্প অধিনায়ক রোহিত শর্মার নামও ঘোরাফেরা করছে। কোহলির অধিনায়কত্ব যখন আতস কাঁচের নিচে, তখন পছন্দের কোচ চেয়ে বোর্ডের কাছে খারাপ হতে চাইবেন না বিরাট!

কুম্বলে এপিসোড ও সৌরভ-সচিন-লক্ষ্মণের ক্রিকেট কমিটির ভূমিকা

কুম্বলে এপিসোড ও সৌরভ-সচিন-লক্ষ্মণের ক্রিকেট কমিটির ভূমিকা

সেবার ২০১৭ সালে কুম্বলে কোচিং ছাড়লেন পছন্দের কোচ হিসেবে শাস্ত্রীর সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছিলেন বিরাট। শুধু তাই নয়, পছন্দের কোচ না পেলে তার পক্ষে অধিনায়ক থাকাও মুশকিল বলে চাপ তৈরি করেছিলেন ভিকে। সেবার অবশ্য কোহলির পছন্দে মাথা নেড়ে সৌরভ-সচিনের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি শাস্ত্রীকেই কোচ হিসেবে বেছে নিয়েছিল।

কপিলের ক্রিকেট কমিটিকে মত জানাতে পারবেন না বিরাট

কপিলের ক্রিকেট কমিটিকে মত জানাতে পারবেন না বিরাট

স্বার্থ সংঘাত ইস্যুতে এবার সৌরভ-সচিন-লক্ষ্মণরা সরে দাঁড়ানোয় কপিলের অধীনে নতুন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটিই ভারতীয় ক্রিকেটের কোচ নির্বাচন করবেন। বোর্ডের একটি সূত্রের মত, '২০১৭ থেকে এবার পরিস্থিতি অন্যরকম। এবার কোচ নির্বাচনের দায়িত্বে রয়েছেন কপিল দেব। তিনি বিরাটের মতকে গুরুত্ব দেবেন না। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ট্রফি হারানোয় বিরাট নিজেও এবার পছন্দ মতো কোচের দাবি জানানোর অবস্থায় নেই!'

English summary
Indian captain Virat Kohli this time powerless in coach selection process
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X