For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন মাস পর অবশেষে কী কারণে স্বস্তি ফিরে পেলেন ভারতীয় ক্রিকেটার

করোনা উদ্বেগ কাটিয়ে ধাপে ধাপে ভারতীয় ক্রিকেটারদের ব্য়ক্তিগত অনুশীলন শুরু। গত সপ্তাহে সৌরাষ্ট্রে চেতেশ্বর পূজারা, দিল্লিতে ইশান্ত শর্মা করোনার পর ক্রিকেট মাঠে প্রস্তুতি সারেন।

  • |
Google Oneindia Bengali News

করোনা উদ্বেগ কাটিয়ে ধাপে ধাপে ভারতীয় ক্রিকেটারদের ব্য়ক্তিগত অনুশীলন শুরু। গত সপ্তাহে সৌরাষ্ট্রে চেতেশ্বর পূজারা, দিল্লিতে ইশান্ত শর্মা করোনার পর ক্রিকেট মাঠে প্রস্তুতি সারেন। দুই ক্রিকেটার ব্য়ক্তিগত ট্রেনিংয়ের ছবি পোস্ট করেছিলেন। এর আগে বল হাতে মহম্মদ শামি ও শার্দুল ঠাকুর বাইশ গজে নেমে পড়েছিলেন। এবার মাঠে নেমে পড়লেন অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া।

তিন মাস পর অবশেষে কী কারণে স্বস্তি ফিরে পেলেন ভারতীয় ক্রিকেটার

বরোদায় এক ক্রিকেট স্টেডিয়ামে আউটডোর ট্রেনিংয়ের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রুণাল। মাঠে ফিরতে পেরে স্বস্তি ফিরল বলে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।২৫ মার্চ থেকে ক্রুণাল করোনা লকডাউনের কারণে গৃহবন্দি ছিলেন। এর আগে রোহিত শর্মাকেও মাঠে ফিরে আউটডোরে দৌড়ঝাপ করতে দেখা গিয়েছে। দৌড়ানোর পর মুখে-চোখে জল দিয়ে কান্ত হয়ে পড়ার ছবি দিয়েছিলেন হিটম্যান।

তিন মাস পর অবশেষে কী কারণে স্বস্তি ফিরে পেলেন ভারতীয় ক্রিকেটার

ক্রুণালকে আউডডোরে পাওয়া গেলেও হার্দিক পান্ডিয়াকে কিন্তু এখনও মাঠের প্রস্তুতিতে নামতে দেখা যায়নি। বাডি়তেই জিমে গা ঘামিয়ে শরীর চর্চা করার ছবি-ভিডিও পোস্ট করেছেন হার্দিক।

অন্যদিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলায়, বিসিসিআই দেশে ক্রিকেট শুরু নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে। অগাস্টের আগে ভারতীয় দলের ট্রেনিং ক্যাম্পের সম্ভাবনা নেই বলে বিসিসিআইয়ের পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ইঙ্গিত দিয়ে রেখেছেন। প্রসঙ্গত ৮ জুলাই ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময়ে বাইশ গজে ক্রিকেট ফিরতে চলেছে।

নিষিদ্ধ ৫৯ অ্যাপ, এবার আইপিএল থেকে চিনকে গলাধাক্কা দেওয়ার পথের হদিশ দিলেন ফ্র্যা়ঞ্চাইজি মালিকনিষিদ্ধ ৫৯ অ্যাপ, এবার আইপিএল থেকে চিনকে গলাধাক্কা দেওয়ার পথের হদিশ দিলেন ফ্র্যা়ঞ্চাইজি মালিক

English summary
Indian Cricketer Krunal Pandya resumes outdoor training after 3 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X