For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : ডু অর ডাই হতে চলেছে, এমন ভারতীয় ক্রিকেটারদের তালিকায় এক লেজেন্ডও

২০২০ আইপিএল ডু অর ডাই হতে চলেছে, এমন ক্রিকেটারদের তালিকায় এক লেজেন্ডও

  • |
Google Oneindia Bengali News

এবারের আইপিএলের বিশেষত্ব অন্যরকম। লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির কামব্যাকের পাশাপাশি দেশের আরও বেশকিছু সিনিয়র ক্রিকেটারদের কাছে এই টুর্নামেন্ট ডু অর ডাই হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই আইপিএলে ভালো খেলতেই হবে যাঁদের, তাঁদের সম্পর্কে জেনে নেওয়া যাক।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

গত বছরের জুলাইতে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার হজম করতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। এরপর ক্রিকেট থেকে কার্যত সন্ন্যাস নিয়ে নিয়েছিলেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যেই বিসিসিআই-র বার্ষিক আর্থিক চুক্তির বাইরে চলে গিয়েছেন মাহি। বোর্ডের নতুন নির্বাচক প্রধান সুনীল যোশী সাফ জানিয়ে দিয়েছেন যে জাতীয় দলে ফিরতে আইপিএলে পারফরম্যান্স করতেই হবে ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ককে। তাই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ধোনির কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে।

সুরেশ রায়না

সুরেশ রায়না

প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে পাঁচ হাজার রান করা সুরেশ রায়না এক সময় জাতীয় দলের অন্যতম সম্পদ ছিলেন। একটা সময় মহেন্দ্র সিং ধোনির পর তাঁকেই টিম ইন্ডিয়ায় ফিনিশার হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু লাগাতার খারাপ পারফরম্যান্সের সৌজন্যে জাতীয় দল থেকে বাদ পড়েন রায়না। কামব্যাক করতে এই আইপিএল ৩৩ বছরের ক্রিকেটারের কাছে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে চলেছে।

অজিঙ্ক রাহানে

অজিঙ্ক রাহানে

ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ২০১৫ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আইপিএলে বেশ কয়েকটি শতরানও রয়েছে তাঁর। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের চার নম্বর স্থান রাহানের জন্য ধার্য ছিল। কিন্তু লাগাতার খারাপ পারফরম্যান্সের জন্য তিনিও ভারতীয় ওয়ান ডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন। আইপিএলের এই মরশুমে ভালো পারফরম্যান্স করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দল নিজের স্থান পাওয়ার সুযোগ পাবেন মুম্বইকর।

রবীচন্দ্রন অশ্বিন

রবীচন্দ্রন অশ্বিন

এক সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রাহক হলেও, সীমিত ওভারের ক্রিকেটে এখন কদর পান না স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। আইপিএলের এই মরশুমে দারুণ পারফরম্যান্স দিয়ে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলকে টপকে জাতীয় দলে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করাই অশ্বিনের লক্ষ্য।

English summary
Indian cricketers who will be in do or die situation in IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X