For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুমরাহের নো বল নিয়ে করোনা লড়াইয়ে স্লোগান! পাল্টা চূড়ান্ত ট্রোলে ভরিয়ে দিলেন ভারতীয় ফ্যানেরা

বুমরাহের নো বল নিয়ে করোনা লড়াইয়ে স্লোগান! পাল্টা চূড়ান্ত ট্রোলে ভরিয়ে দিলেন ভারতীয় ফ্যানেরা

  • |
Google Oneindia Bengali News

করোনায় কাঁপছে বিশ্ব। এই পরিস্থিতিতে পাকিস্তানে করোনা সতর্কতামূলক স্লোগানে ব্যবহার করা হয় বুমরাহের নো বল। যা নিয়ে এবার পাল্টা মিম-ট্রোলে পাকিস্তানি ক্রিকেটারদের ভুল-ভ্রান্তি নিয়ে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিল ভারতীয় সমর্থকরা।

বুমরাহের নো বল

২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফাকহর জামানকে আউট করেন বুমরাহ। পরে সেটি নো বল হিসেবে চিহ্নিত হলে জীবন দান পান ফাকহর। এরপর ১১৪ রান করে বাঁ-হাতি ওপেনার আউট হন। স্কোরবোর্ডে ৩৩৮ রানের পাহাড় তুলেছিল পাকিস্তান। জবাবে ভারত ১৫৮ রানে অলআউট হলে পাকিস্তান ১৮০ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়। সেই ম্যাচে বুমরাহের নো বলের মুহূর্তটি দেখিয়ে করোনা থেকে বাঁচতে ক্রিজের বাইরে অর্থাৎ বাড়ির বাইরে পা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মহম্মদ আমিরের নো বল

করোনা নিয়ে স্লোগানে ভারতীয় পেসারকে এমন নিশানা করায় ভারতীয় ক্রিকেট ফ্যানেরা মেনে নেননি। জবাব পাকিস্তানি ক্রিকেটারদের ভুলক্রুটি নিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দেন তারা। বুমরাহের জবাবে লর্ডসে ক্রিকেট ফিক্সিং কেলেঙ্কারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ আমিরের করা নো বলের ছবি পোস্ট করে ক্রিকেট ফ্যানেরা লিখেছেন, ঘরে থাকুন, নইলে এনার মতো ৫ বছর জেল হতে পারে। উল্লেখ্য ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্যে আমিরের ৫ বছর জেল হয়।

সরফরাজের হাই

এখানেই না থেমে ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে ম্যাঞ্চাস্টারে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে পাক অধিনায়ক সরফরাজের হাই তোলার মুহূর্ত নিয়েও খোঁচা দেওয়া হয়েছে।

রান আউট

ক্রিজের একই এন্ডে পাকিস্তানি দুই ক্রিকেটারের ছুটে এসে রান আউট হওয়ার হাস্যকর মুহূ্র্তটি পোস্ট করে নেটিজেনরা খোঁচা দিয়ে লিখেছেন, 'এখন আর জমায়েত নয়,জমায়েত করলে এভাবেই রান আউট হতে হয়!'

English summary
Indian fans troll PSL franchise for using Bumrah's no-ball in awareness to stop spread COVID-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X