For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটের নতুন ফর্ম্যাটেও 'আইকন' ক্রিকেটার, ছয় ছক্কার মালিক যুবরাজ

চলতি বছরের জুনে দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং। এরপর জুলাই অগাস্টে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছে যুবিকে।

  • |
Google Oneindia Bengali News

চলতি বছরের জুনে দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং। এরপর জুলাই অগাস্টে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছে যুবিকে। এবার ক্রিকেটের নবতম সংস্করণে ব্য়াট হাতে নামতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

ক্রিকেটের নতুন ফর্ম্যাটেও আইকন ক্রিকেটার ছয় ছক্কার মালিক

আবু ধাবিতে হতে চলা, টি-১০ ক্রিকেট লিগে মারাঠা অ্যারাবিয়ান্স দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন যুবরাজ। সেখানেও একেবারে আইকন ক্রিকেটার যুবি। সম্প্রতি অ্যান্ডি ফ্লাওয়ারকে তাঁদের হেড কোচ করে চমক দিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। এবার যুবিকে তাঁদের দলে সই করিয়ে চমক দিল টি-১০ লিগের এই ফ্র্যাঞ্চাইজি। গত মরসুমের মতো এবারও ডোয়েন ব্রাভোর অধিনায়কত্বে ম্যাচ খেলবে অ্যারাবিয়ান্স দল। ১৪ নভেম্বর থেকে টুর্নামেন্ট শুরু।

প্রসঙ্গত দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সফল ক্রিকেটার ছিলেন যুবরাজ। ভারতের জার্সিতে ২০০৭ ও ২০১১ সালে বিশ্বকাপ জিতেছেন। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছটি ছক্কা হাঁকান যুবি। সেই থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় ছক্কার রাজা বলা হয় তাঁকে। ছয় ছক্কার রাজা সেই যুবরাজকে এবার টি-১০ লিগে খেলতে দেখা যাবে।

টি- ১০ ক্রিকেট প্রসঙ্গে যুবি বলেছেন, 'দেশের জার্সিতে অবসর নেওয়ার পর দেশ বিদেশের বিভিন্ন ক্রিকেট লিগে খেলার জন্য মুখিয়ে রয়েছি। কেরিয়ারে প্রথমবার এবার টি-১০ ফর্ম্যাটে খেলার সুযোগ পেলাম।' যুবির সঙ্গে একই দলে খেলবেন তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজির সতীর্থ লাসিথ মালিঙ্গা।

English summary
Indian former cricketer Yuvraj Singh to play in Abu Dhabi T10 tournament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X