For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের পারফরম্যান্সকে কুর্নিশ অধিনায়ক রোহিতের

ভারতের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা পারফরম্যান্স নিয়ে খুশি। দীনেশ কার্তিকের প্রশংসায় রোহিত শর্মা। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে একেবার শেষ বল অবধি গড়িয়েছে ক্লাইম্যাক্স। দর্শকরা যার যার টিভি সেট ও মোবাইল ফোনে চোখ আটকে বসে ছিলেন। নিদহাস ট্রফির ফাইনালে শেষ বলে পাঁচ রান প্রয়োজন থেকে ছয় মেরে ম্যাচ জিতেয়েছেন দীনেশ কার্তিক।

দলের পারফরম্যান্সকে কুর্নিশ অধিনায়ক রোহিতের

[আরও পড়ুন: ক্রিকেটে ফিরলেন শামি, হাসিনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি, বাড়িতে হাজির পুলিশ ][আরও পড়ুন: ক্রিকেটে ফিরলেন শামি, হাসিনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি, বাড়িতে হাজির পুলিশ ]

৪ উইকেটে ম্যাচ জিতে নিয়ে দারুণ খুশি ভারতের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। নিজেও ভালো পারফরম্যান্স করেছেন। ম্যাচটা যেখানে পৌঁছয় সেটা কার্যত সুপার ওভার। জানিয়েছেন, 'আমি গিয়ে প্যাড পড়ে বসেছিলাম। দীনেশ কার্তিক যেটা করেছে সেটা নিয়ে দারুণ খুশি। এদিনের আগে অবধি ও খুব বেশি সময় পাইনি, কিন্তু ও নিজের ক্ষমতা দেখাল। ' তিনি আরও জানিয়েছেন, 'ওর ফিনিশিং ক্ষমতা সম্পর্কে আমরা জানি। আমার ব্যাটিং গ্রুপে -র সব সদস্যদের ওপর আস্থা রয়েছে। আমি গোটা ম্যাচেই আস্থাশীল ছিলাম আমরা ওদের সঙ্গে তালে তালে এগোতে পারব। '

আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল দারুণ। রোহিত শর্মা আরও জানিয়েছেন, 'দারুণ ম্যাচ দর্শকদের জন্যও। যে বিশাল সংখ্যক মানুষ মাঠে এসেছিলেন তাদের সকলকে ধন্যবাদ। দর্শকদের থেকে যে সমর্থন পেয়েছি সেটাও দারুণ।'

এদিকে দলের তরুণদের ভূয়সী প্রশংসা করেছেন রোহিত শর্মা । বলেছেন দলের ক্রিকেটাররা সকলেই এই সফর থেকে অনেক কিছু শিখেছেন। এর থেকে তাঁরা প্রচুর আত্মবিশ্বাসও পেয়েছেন। পাশাপাশি ফাইনাল ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াই তাঁদেরকে ম্যাচ সিচুয়েশনে তৈরি করে দিয়েছেন।

English summary
Indian make shift captain Rohit Sharma is happy with performence. Rohit praises Dinesh Karthik.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X