For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাদ দুই তারকা, শেষ দুই টেস্টের জন্য নির্বাচিত ভারতীয় দলে চমক

পরের দু’টি টেস্টের জন্য ভারতীয় দলে দু’টি পরিবর্তন হয়েছে।

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের জন্য চলতি টেস্ট সিরিজে শেষ দু'টি টেস্টের জন্য দল ঘোষণা করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআইয়ে-এর বাছা দলে শেষ দুই টেস্টের দলে সুযোগ পয়েছেন পৃথ্বী শ এবং হনুমা বিহারী।

বাদ দুই তারকা, শেষ দুই টেস্টের জন্য নির্বাচিত ভারতীয় দলে চমক

আগামী দুই টেস্টের দল বাছানোর জন্য ইংল্যান্ডের নর্টিংহ্যামে বৈঠকে বসেছিলেন ভারতীয় সিনিয়র দলের প্রত্যেকজন নির্বাচক।
১৮ জনের দলে হনুমা বিহারী এবং পৃথ্বী শ-কে জায়গা দেওয়া হয়েছে ফর্মে না থাকা মুরলী বিজয় এবং কুলদীপ যাদবের পরিবর্তে। নর্টিংহ্যামের ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন মুরলী বিজয়।

পৃথ্বী শ-কে নতুন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দলে নেওয়া হলেও, চোট সমস্যায় জর্জরিত রবিচন্দ্রন অশ্বিনের পরবর্তন হিসেবে রাখা হয়েছে অলরাউন্ডার হনুমা বিহারীকে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="hi" dir="ltr">Indian team for 4th and 5th Test against England announced.<br><br>Virat Kohli (C), Dhawan, Rahul, Prithvi Shaw, Pujara, Rahane, Rishabh Pant (wk), Hardik Pandya, Ashwin, Jadeja, Bumrah, Ishant Sharma, Shami, Umesh Yadav, Shardul Thakur, Karun Nair, Dinesh Karthik (wk), Hanuma Vihari <a href="https://t.co/bICu1ef9Co">pic.twitter.com/bICu1ef9Co</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1032294403757551616?ref_src=twsrc%5Etfw">August 22, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

যদিও ট্রেন্ট ব্রিজ টেস্টের পর ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, ৩০ অগস্ট চতুর্থ টেস্টের আগে চোট সমক্রান্ত সমস্যা কাটিয়ে ফিট হয়ে যাবেন রবিচন্দ্রন অশ্বিন। এবং চতুর্থ টেস্টে অশ্বিনকে পাওয়া যাবে বলেই বিশ্বাস কোচ শাস্ত্রীর।

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পৃথ্বী শ। ১৮ বছরের এই তরুণ যেমন ব্যাট হাতে ভাল পারফর্ম করেছিলেন, তেমনই অধিনায়কত্বেও ছিল আগ্রাসী মানসিকতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন তিনি।

চতুর্থ এবং পঞ্চম টেস্টের জন্য নির্বাচিত ১৮ জনের ভারতীয় দল:

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, কেএল রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), করুণ নায়ার, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, জসপ্রীত বুমরা, শার্দূল ঠাকুর, হনুমা বিহারী

English summary
Two changes made in Indian team for next two tests.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X