For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টসে হেরেও শুরুটা ভাল করল ভারত, আয়ারল্যান্ডের জন্য বড় রানের লক্ষ রাখল ‘বিরাট’ বাহিনী

টসে হেরেও শুরুটা খারাপ হল না ভারতের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন আয়ারল্যান্ড সফরে প্রথম সুযোগ পাওয়া লোকেশ রাহুল।

Google Oneindia Bengali News

টসে হেরেও শুরুটা খারাপ হল না ভারতের। সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে টসে হেরে যায় ভারত। কিন্তু টসে জিতলেও সেই সুবিধা নিতে পারল না আয়ারল্যান্ড।

টসে হেরেও শুরুটা ভাল ভারত, আয়ারল্যান্ডের জন্য বড় রানের লক্ষ রাখল ‘বিরাট’ বাহিনী

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন আয়ারল্যান্ড সফরে প্রথম সুযোগ পাওয়া লোকেশ রাহুল। তিনি যে আইপিএলের ফর্ম এখনও ধরে রেখেছেন তা দেখিয়ে দিলেন রাহুল। মাত্র ৩৬ বলে ৭০ রান করেন লোকেশ রাহুল। রাহুলের ইনিংসটি সাজানো ছিল তিনটি চার এবং ছয়টি ছয় দিয়ে।

রাহুল ছাড়াও রান পান সুরেশ রায়না। ৪৫ বলে ৬৯ রান করেন সুরেশ রায়না। পাঁচটি চার এবং তিনটি ছয়ের সৌজন্যে সাজানো ছিল রায়নার ইনিংস।

এই দুই ব্যাটসম্যান ছাড়া কিছুটা রান পান মনীশ পান্ডে এবং হার্দিক পান্ডিয়া। ২০ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন মনীশ এবং কার্যকরী ন'বলে ৩২ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। ৪টি ছয় এবং ১টি চার দিয়ে সাজানো ছিল হার্দিকের ইনিংস।

এই ম্যাচে রান পাননি রোহিত শর্মা। মাত্র দু'বল খেলেই রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত। রান পাননি অধিনায়ক বিরাট কোহলিও।

আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন কেভিন ও ব্রায়ান। ৪ ওভারে ৪০ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি। একটি শিকার পিটার চেসের।

English summary
India manage to score 213 runs after batted first. KL Rahul an Suresh Raina played brilliant innings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X